জলবায়ু সুবিচারের দাবিতে কৃষকদের মনববন্ধন

জলবায়ু সুবিচারের দাবিতে কৃষকদের মনববন্ধন

ঘিওর, মানিকগঞ্জ থেকে সুবীর কুমার সরকার ও শ্যাময়েল হাসদা
“ঋতু বৈচিত্র্যকে সুরক্ষা করি, বন্যা নয় বর্ষা চাই” জলবায়ু ক্ষতিপূরণ চাই’-এই ধরনের বিভিন্ন স্লোগানকে সামনে রেখে জলবায়ু ন্যায্যতার দাবিতে ঘিওর উপজেলার নালী ইউনিয়নের কুন্দুরিয়া-হেলাচিয়া চকের মধ্যে ঘিওর উপজেলা সবুজ সংহতি, কুন্দুরিয়া কৃষক-কৃষাণী সংগঠন ও ধলাই কৃষক সংঘের আয়োজনে জলবায়ু সুবিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।


আলোচনা সভায় কুন্দুরিয়া কৃষক-কৃষাণী সংগঠনের সভাপতি সুবোল কুমার সরকারের সভাপতিত্বে ও বারসিক কর্মকর্তা সুবীর কুমার সরকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জ্যোতিষ চন্দ্র সরকার। বিশেষ আলোচনায় আরও অংশগ্রহণ করেন সবুজ সংহতির পক্ষ থেকে মোঃ সেন্টু মিয়া, ধলাই কৃষক সংঘের সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, সুশীল বিশ^াস, বারসিক কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, শ্যাময়েল হাসদা।
আলোচনায় কৃষক মোঃ ফজর আলী বলেন, আমদের চাষ সময়ের আগে-পরে হয়ে যাচ্ছে যেমন -বৈশাখ মাসে আমন জাতের, জুলদিঘা, ভ্যাওয়্যালা, ডেপো, মুল্লা দিঘা, দিঘা, হিজলদিঘা ধান জমিতে বুনা হতো। এখন বৈশাখ মাসে বৃষ্টি না হওয়ার কারণে জমিতে ধান বুনা (বাইন) দিতে দেরি হয়। এর পর দেখা যায় বর্ষাকালে হঠাৎ পানি জলে এসে ধান ডুবিয়ে নিয়ে যায়।’ প্রবীণ কৃষক মোঃ শুকুর আলী বলেন, ‘আমরা দিঘা ধানের ভাত খাই বলে অসুখ-বিসুখ কম হয়। তাই আমরা আমাদের ছেলে-মেয়েদের জন্য কৃষিচাষ যেন পরিবর্তন না হয়ে সঠিক সময় করতে পারি তার জন্য দাবি জানাই।’


কৃষাণ পার্বতী রানী সুত্রধর বলেন, ‘বর্ষাকালে এখন আগের মত মাছ নাই। বর্ষা কালে নৌকা বাইচ, নৌকায় অষ্টোসখির দল বের হতো এখন এগুলো দেখা যায়না।’ চন্দ্র সরকার বলেন, ‘জলবায়ুর নেতিবাচক পরিবর্তনের কারণে সময়মতো বর্ষার জল পাচ্ছি না। যখন আসে হঠাৎ করে আসে আবার চলে যায়। আমরা ফসলের ক্ষতি চাই না, ফসলের নায্যতা চাই।’

happy wheels 2

Comments