সাম্প্রতিক পোস্ট

নারীদের এগিয়ে নিতে পুরুষদের সহযোগিতা দরকার

হরিরামপুর মানিকগঞ্জ থেকে মুকতার হোসেন
হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নে সেলিমপুর গ্রামে সেলিমপুর নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে এবং বারসিক’র সহযোগিতায় গতকাল ‘জেন্ডার উন্নয়ন বিষয়ক’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় পদ্মা নারী উন্নয়ন সংগঠনের সদস্য, কৃষক, ছাত্র, ইউপি সদস্যসহ মোট ৩০ জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বারসিক’র রাশেদা আক্তার।


প্রশিক্ষণে সহায়ক জেন্ডার, জেন্ডার সমতা, সাম্যতা, সমাজে নারী পুরুষের অবস্থা ও অবস্থান এবং জেন্ডারের সাথে উন্নয়নে সম্পর্কিত এই বিষয়ে তাদের ধারণা প্রদান করেন। প্রশিক্ষক রাশেদা আক্তার বলেন, ‘মানুষ হিসেবে জন্ম নিলে ধীরে ধীরে বড় হওয়ার সাথে সমাজ তাদের কাজের বিভাজন করতে শেখায়। নারীরা ঘরে থাকবে, তারা ঘরের রান্না বান্না, ঘর গজানো, সন্তান লালন পালনসহ পারি- বারিক বিভিন্ন কাজ করবে। আর পুরুষরা ঘরের বাহিরে যাবে, লেখাপড়া করবে, চাকরী করবে। যে প্রথা সমাজ তৈরি করে দেয়। কিন্তু সকলের মৌলিক অধিকার এক ও অভিন্ন।’


প্রশিক্ষণের অংশগ্রহণকারী নটাখোলা উচ্চ বিদ্যালযের ১০ম শ্রেণীর ছাত্রী পলি আক্তার বলেন,‘ নারীরা স্কুল, কলেজ, রাস্তাঘাট, যানবাহনে ভ্রমন পথে পুরুষ দ্বারা হয়রানি শিকার হতে হয়। নারীদের এগিয়ে নিতে অবশ্যই পুরুষদের সহযোগিতা ও মানষিকতার পরিবর্তন আনা প্রয়োজন। লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস ছালাম বলেন, ‘বর্তমান সমাজে নারী পুরুষের বৈষম্যকে দূর করতে হবে। পরিবারে, সমাজে, সকল ক্ষেত্রে নারীদের সমানভাবে মর্যাদা ও গুরুত্ব দিতে হবে।’


এর আগে প্রশিক্ষণ কর্মশালার শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য এবং জেন্ডার উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন বারসিক’র প্রোগ্রাম অফিসার মুকতার হোসেন।

happy wheels 2

Comments