নেত্রকোনা পাঠচক্রের মাসিক আসর অনুষ্ঠিত

নেত্রকোনা থেকে রনি খান

নেত্রকোনা সম্মিলিত যুব সমাজের নিয়মিত আয়োজন নেত্রকোনা পাঠচক্র এর ৫ম আসর সম্প্রতি চাইল্ড হেভেন কিন্ডারগার্টেন, নেত্রকোনা-তে অনুষ্ঠিত হয়েছে। পাঠচক্রের এবারের আসরের বিষয় ছিলো জলবায়ু সংঘাত সুন্দর পৃথিবীর অন্তরায়।এবারের আসরে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা শিক্ষা, সংস্কৃতি ও পরিবেশ বৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি ও আবু আব্বাছ ডিগ্রি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক নাজমুল কবীর সরকার, নির্ধারিত বিষয়ের উপর লিখিত প্রবন্ধ পাঠ করেন নেত্রকোনা সরকারি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো: মিজানুর রহমান। নেত্রকোনা সম্মিলিত যুব সমাজের সভাপতি পার্থ প্রতিম সরকারের সঞ্চালনায় আরো আলোচনা করেন পরিবেশবিদ ও লেখক মো: অহিদুর রহমান, পরিবেশ আন্দোলন কর্মী রনি খান, অনাবিলা সরকার, মো: নাসিম, তাজিম রহমান প্রমুখ।

আলোচনায় দুনিয়াব্যাপী জলবায়ু সন্ত্রাস সম্পর্কে আলোচনা করা হয়। একই সাথে বাংলাদেশের মতো দেশের করণীয় সম্পর্কেও আলোচনা করা হয়। দুনিয়াব্যাপী বিস্তৃত এ সমস্যা সমাধানের যুবদের করণীয় বিষয়েও আলোচনা করা হয়। আসরের মুখ্য আলোচক নাজমুল কবীর সরকার তার আলোচনায়- জলবায়ু পরিবর্তনের কারণ এবং সে প্রেক্ষিতে নেত্রকোনা অঞ্চলের সমস্যার কথা তুলে ধরেন। যুবদেরকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং জলবায়ু সংঘাত মোকাবেলায় রোল মডেল এর ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানান। অহিদুর রহমান বলেন, দিনে দিনে আমাদের সুন্দর পৃথিবীটাকে আমরাই বসবাসের অযোগ্য করে তুলছি। আগামী প্রজন্মের জন্য গড়ে উঠছে একটি অনিরাপদ পৃথিবী। তাই আগামী প্রজন্ম রক্ষায় আমাদের যার যা কিছু করার আছে, তাই করতে হবে। সবাইকে এগিয়ে আসতে হবে।

happy wheels 2

Comments