দেয়াল পত্রিকা ‘সবুজ স্বপ্ন’ এর স্বপ্নযাত্রা

সাতক্ষীরা থেকে মননজয় মন্ডল

সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল দেয়াল পত্রিকা। আমাদের মধ্যকার বিচ্ছিন্নতা দূর করে একত্রিত হওয়া, সৃষ্টির বিকাশ এবং আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে সুরক্ষার জন্য দেয়াল পত্রিকা একটি কার্যকর ভূমিকা রাখতে পারে। ভাবের আদান-প্রদান, শিল্পভাবনার বিনিময়, বুদ্ধিবৃত্তিক চর্চা ও মনোবিকাশের মাধ্যম হিসেবে দেয়াল পত্রিকার জুড়ি নেই।

বারসিক পরিবেশ প্রকল্পের আওতায় সবুজ স্বপ্ন নামে একটি দেয়াল পত্রিকা জুন ২০২৪ মাসে প্রথম সংখ্যা প্রকাশিত করা হয়। ২০২১ সালে অক্টোবর মাসে নেটজ পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট জাস্টিস’র সহযোগিতায় বারসিক’র বাস্তবায়নে পরিবেশ প্রকল্প শুরু হলে গত ২০২২ সালের জুন মাসে মুন্সিগঞ্জ ইউনিয়নের বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্টস ফোরাম কমিটি নামে একটি ছাত্র সংগঠন তৈরি হয়। উক্ত কমিটির উদ্যোগে এবং বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয় ও বারসিক’র সহযোগিতায় দেয়াল পত্রিকা সবুজ স্বপ্ন এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। স্কুল শিক্ষার্থীদের নিটক হতে সমসাময়িক পরিবেশ বিষয়ক লেখা ও তথ্য উপাত্ত সংগ্রহ করে বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও সম্পদক কর্তৃক যাচাই বাছাই পূর্বক শ্রেষ্ঠ লেখাগুলো পত্রিকায় স্থান পায়। স্কুলের র্শির্ক্ষাথীদের নিকট থেকে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ক রচনা, প্রবন্ধ, গান, ছড়া, কবিতা, চিত্রাঙ্কন ইত্যাদি সংগ্রহ করা হয়। সেখান থেকে সেরাগুলো স্থান পায় সবুজ স্বপ্ন দেয়াল পত্রিকার পাতায়।

এ বিষয়ে জানতে চাইলে বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম বলেন, “দেয়াল পত্রিকা ‘সবুজ স্বপ্ন’ এর প্রথম প্রকাশনায় আমি আবেগ আপ্লুত ও গর্বিত। এই দেয়াল পত্রিকার মাধ্যমে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নিজেদের সৃজনশীলতা ও চিন্তাধারণা প্রস্ফুটিত করে উপকূলীয় এলাকার সমাজ সংস্কৃতির নানাদিক তুলে ধরবে। যা পাঠক হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে। দেয়াল পত্রিকা ‘সবুজ স্বপ্ন’ এর সাথে জড়িত বারসিক পরিবেশ প্রকল্প, স্টুডেন্টস ফোরামসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

দেয়াল পত্রিকা ‘সবুজ স্বপ্ন’ এর সম্পাদক ফজরুল হক ও মননজয় মন্ডল জানান, “‘সবুজ স্বপ্ন’ এর প্রথম প্রকাশনায় সংশ্লিষ্ট সকলকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পত্রিকার ধারবাহিকতা রক্ষা করতে পারলে উপকূলীয় তারুণ্যের ভাবনা উন্মোচিত হওয়ার পাশাপাশি সকলের ভালোবাসায় সবুজ স্বপ্ন এগিয়ে যাবে বহুদুর।

নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ ভাবনা ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ধারনাগুলো বেশি পরিমাণে প্রচারণা ও তাদের চিন্তাগুলোকে সম্প্রসারণের লক্ষ্যে এবং একইসাথে তাদের মেধাকে সৃজনশীলতার দিকে ধাবিত করার লক্ষ্যে দেয়াল পত্রিকা সবুজ স্বপ্ন গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

happy wheels 2

Comments