হাওরের স্থানীয় অভিযোজন কৌশল নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

মো. অহিদুর রহমান, নেত্রকোনা থেকে

ভৌগোলিক কারণেই হাওরের মানুষ প্রাকৃতিক সকল দুর্যোগে সাথে অভিযোজন করে টিকে আছে যুগের পর যুগ। খরা, বন্যা, আগাম বন্যা, পাহাড়ি ঢল, আফাল, আফার, বজ্্রপাত, গরম, ঠান্ডা, শৈতপ্রবাহ, ঘূর্ণিঝড়, কৃষি উপকরণের চড়া দাম, ফসলের মূল্যকম, পোকার আক্রমণ, বীজের সমস্যা, সেচের সমস্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, জলাবদ্ধতা, যোগাযোগ ও পরিবহন সমস্যা মোকাবেলা করে পাড়ি দিচ্ছে জীবনের কঠিন সময় হাওরের এই প্রকৃতি যোদ্ধারা, খাদ্যযোদ্ধারা। সকল দুর্যোগকে অভিযোজন করেই টিকে আছে হাওরের মানুষ। এই স্থানীয় অভিযোজন কৌশল করেই শস্যফসল রক্ষা, বসতভিটা, খাদ্যশস্য সংরক্ষণ, যোগাযোগ ব্যবস্থা সচল রাখা, বীজ সংরক্ষণ, অবকাঠামোগত, জলবায়ু অভিঘাত মোকাবেলায় স্থানীয় অভিযোজন ব্যবহার করেই হাওরের মানুষ তাদের জীবনকে সচল রাখেন।


বেসরকরী গবেষণা প্রতিষ্ঠান বারসিক নেত্রকোনা জেলার মদন উপজেলায় বারসিক মদন উপজেলা রিসোর্স সেন্টারে মাঘান, ত্রিপন, কাতলা, গোবিন্দশ্রী, উচিতপুর, কুলিয়াটি গ্রামের ১৫ জন কৃষক-কৃষাণীর অংশগ্রহণে সম্প্রতি এক স্থানীয় অভিযোজন কৌশল বিষয় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।


কর্মশালায় কৃষক কৃষাণীরা তাদের জীবন ও জীবিকায় চর্চাকৃত স্থানীয় পর্যায়ের ২০টি অভিযোজন কৌশল তুলে ধরেন। জ্বালানি সংকট মোকাবেলায় গোবরের ব্যবহার, বীজ সংরক্ষণের পদ্ধতি, জ্বালানি সংকট মোকাবেলায় গোবরের ব্যবহার, লোকজ পদ্ধতিতে ইদুর দমন, বস্তা পদ্ধতিতে সবজি চাষ, জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে গৃহপালিত পশু পাখির আবাসস্থল, হাওরের শিশুদের সাঁতার শিখার পদ্ধতি, হাওরে প্রচন্ড রোদ্রের মধ্যে স্বস্তি খুঁজে পাওয়া, হাওরে আগাম সবজি চারা উৎপাদনে লোকজ পদ্ধতি (ডিস পদ্ধতি), হাওরের শিশুদের সাঁতার শিখার পদ্ধতি, হাওরে বাড়ি ভাঙ্গন রোধে স্থানীয় চর্চা, হাওরে বড়ইয়ের আচার সংরক্ষণে লোকজ পদ্ধতি ব্যবহারসহ অভিযোজন কৌশল তুলে ধরেন।
এই প্রসঙ্গে কৃষাণী ফরিদা আক্তার বলেন, ‘আমরা নিজের জ্ঞান ব্যবহার করেই হাওরে দুর্যোগ মোকাবেলা করি। ঢেউ,আফার,পানির দুর্যোগ পাড়ি দেই।”

happy wheels 2

Comments