নিরাপদ কিশোরী, নিরাপদ ভবিষ্যৎ

মানিকগঞ্জ সিংগাইর থেকে রিনা আক্তার
কিশোরীদের বয়োঃসন্ধিকালে যথাযথ স্বাস্থ্য সচেতনতার অভাবে নানা ধরনের রোগবালাই এর শিকার হতে হয়। গবেষণা বলছে, এর ফলে বাড়ে জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা এমনকি শিশু ও মাতৃ মৃত্যুর শংকা থাকে। তাই স্কুল শিক্ষার্থীদের মাঝে কিশোরীদের বয়োঃসন্ধিকালীন স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় করণীয় বিষয়ে সচেতনতা বৃ্িদ্ধর লক্ষ্যে সম্প্রতি সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বারসিক’র সহযোগিতায় এক কর্মশালার আয়োজন করা হয়।


কর্মশালাটি উদ্বোধন করেন সিংগাইর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়রা খাতুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কর্মশালাটি পরিচালনা করেন ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাছরিন আক্তার এবং কর্মশালাটি সঞ্চালনা করেন বারসিক সিংগাইর রিসোর্স সেন্টার এর সহযোগী কর্মসুচি কর্মকর্তা রিনা আক্তার।


কর্মশালার উদ্বোধনী বক্তব্যে আনোয়ারা খাতুন বলেন, ‘আজকের কিশোরীরা আগামীর সম্পদ। তাদের স্বাস্থ্যগত নিরাপত্তাই তৈরি করবে একটি সুস্থ্য বাংলাদেশ। স্কুল পর্যায়ে সচেতনতা তৈরির লক্ষ্যে বারসিক’র এই কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই। আমি আশা করি তারা এ ধরনের কাজগুলো অব্যাহত রাখবে।’
প্রধান অতিথি বলেন, ‘কিশোরীদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি করতে হবে। বিশেষত পারিবারিক পর্যায়ে। সর্বস্তরে সচেতনতা তৈরি করতে পারলে বাল্যবিয়ে বন্ধ করা সম্ভব হবে। প্রত্যেকটি কিশোরীর জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব হবে।


সহায়ক প্রশ্ন উত্তরের মাধ্যমে কর্মশালাটি পরিচালনা করেন এবং বয়োঃসন্ধিকালে কিশোরীদের স্বাস্থ্য ঝুঁকি তুলে ধরেন। কর্মশালা শেষে কিশোরীদের মাঝে বিনামুল্যে স্যানিটারি ন্যাপকিন প্রদান করা হয় ।

happy wheels 2

Comments