মাদক ও বাল্যবিয়েসহ সকল সহিংসতাকে প্রত্যাখ্যান করি
মানিকগঞ্জ সিংগাইর থেকে রিনা আক্তার
“মাদকমুক্ত জেন্ডার সংবেদনশীল প্রতিষ্ঠান গড়ি” এই স্লোাগানকে সামনে রেখে বারসিক ও সিংগাইর উপজেলার ঘোনাপাড়া গোবিন্দল মডেল উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে বিদ্যালয়ের হলরুমে মাদক, বাল্য বিবাহ ও র্যাগিং- বুলিংসহ সামাজিক সহিংসতা প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে সংলাপ ও বক্তৃতামালা অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি।
কর্মসূচিতে ঘোনাপাড়া গোবিন্দল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সরকার এর সভাপতিত্বে ও বারসিক প্রকল্প সহায়ক রিনা আক্তারের সঞ্চালনায় কর্মসূচির ধারণা পাঠ করেন মো.নজরুল ইসলাম। সেশনভিত্তিক বক্তৃতামালায় অংশগ্রহণ করেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শরিফুল ইসলাম সবুজ, মো. সেলিম রেজা, বারসিক কর্মসূচি সমন্বয়কারী মো. মাসুদুর রহমান, আছিয়া আক্তার প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, ‘আমরা মাদক, বাল্য বিয়ে ও সামাজিক সহিংসতা প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে শ্রেণি পাঠে আলোচনা করি। তারপরও অনেক দূর্ঘটনার শিকার হচ্ছে কোমলপ্রাণ শিক্ষার্থীরা।’
বক্তারা আরও বলেন, ‘এই সকল সহিংসতার বিরুদ্ধে সচেতনার পাশাপাশি আইনি ব্যবস্থা আরো জোরদার করা প্রয়োজন। কেউ এই ধরনের সহিংসতার শিকার হলে অবশ্যই স্কুল কর্তৃপক্ষকে জানাতে হবে। প্রয়োজনে তাদের নাম ও ঠিকানা গোপন রাখা হবে। আমরা সবাই মিলে একসাথে মাদক ও বাল্য বিয়েসহ সকল সহিংসতাকে প্রত্যাখ্যান করি।’