রাজশাহীতে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত
রাজশাহী থেকে সুমন আলী
পবা উপজেলার বড়গাছী ইউনিয়নে বড়গাছী মহিলা সমবায় সমিতির উদ্যোগে এবং বারসিকের সহযোগিতায় ১০ম বার্ষিক সাধারণ সভা ও শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাহিদ হাসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ সুলতানুল ইসলাম।
পিঠা উৎসবে ২০ রকমের শীতকালীন পিঠা প্রদর্শন করা হয়। মনিরা বেগম জানান, “আমাদের গ্রামের ঐতিহ্যবাহী পিঠাগুলোকে সবার মাঝে স্মরণীয় করে রাখতে এই বাৎসরিক পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।”
মেলায় সমিতির বিভিন্ন সদস্যরা নিজের হাতে তৈরি করা পিঠা যেমন: পুলিপিঠা, আন্দাসা, ভাপাপিঠা, দুধপুলি, দুধচিতই, রস পিঠা, চুষিপিঠা, পাটিসাপটা, ঝালক্ষীর পিঠা, আইখা পিঠা, ক্ষীর পিঠা, বিস্কুট পিঠা, নারিকেল পিঠা, বড়া পিঠা ইত্যাদি প্রদর্শন করেন।
অনুষ্ঠান শেষে পিঠা প্রদর্শনীতে সবচেয়ে বেশি বৈচিত্র্যপূর্ণ পিঠা তৈরি করার জন্য ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়।
উল্লেখ্য, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বড়গাছী মহিলা সমবায় সমিতি ও মাধবপুর পূর্বাশা আদর্শ নারী উন্নয়ন সংগঠনের সভাপতি মোসাঃ মনিরা বেগম।