সাম্প্রতিক পোস্ট

নগর দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ: মানবতার উষ্ণ স্পর্শ

রাজশাহী থেকে অমিত সরকার

রাজশাহী নগরীর দরিদ্র বস্তিবাসী শীতার্ত মানুষের মাঝে ১৫ জানুয়ারি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রাজশাহী নগর দরিদ্র মানুষের অধিকার বাস্তবায়ন কমিটির উদ্যোগে এবং রাজশাহী জেলা প্রশাসনের সহযোগিতায় বারসিক রাজশাহী কার্যালয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। নগরীর ১০টি বস্তি থেকে সুবিধাবঞ্চিত ৩৫০ জন শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

নগর দরিদ্র মানুষের অধিকার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. খোরশেদ আলম বলেন, “আবহাওয়ার পরিবর্তনের ফলে শীত এখন অসহনীয় হয়ে উঠেছে। নগরের বস্তিবাসী ভূমিহীন দরিদ্র মানুষরা সব সময় নাগরিক সুবিধা থেকে বঞ্চিত থাকে। বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং শিশুরা শীতের তীব্রতায় ভীষণ কষ্ট পাচ্ছেন।”

তিনি জানান, এই অসহায় মানুষের শীত নিবারণে তাদের কমিটির উদ্যোগে বারসিকের মাধ্যমে রাজশাহী নগরীর ১০টি বস্তির ৩৫০ জন মানুষের তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কাছে শীতবস্ত্রের আবেদন জানানো হয়। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন শীতবস্ত্র বরাদ্দ দিয়ে এই মানুষদের পাশে দাঁড়িয়েছে।

বুধবার সন্ধ্যায় আয়োজিত এই কর্মসূচিতে বারসিক রাজশাহী কার্যালয় বণ্টন কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করে। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সহকারী কমিশনার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন।


জলবায়ু পরিবর্তনের প্রভাবে শীতের তীব্রতা বাড়ছে, আর এই সংকটে নগরের দরিদ্র অসহায় মানুষদের জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে উঠছে। এই ধরনের উদ্যোগ মানবতার উজ্জ্বল উদাহরণ। এ ধরনের সহযোগিতা দরিদ্র জনগোষ্ঠীর জীবনকে সামান্য হলেও উষ্ণতার পরশ দিতে সক্ষম।

happy wheels 2

Comments