প্রকৃতি রক্ষায় যুবদের ক্ষুদ্র প্রয়াস

নেত্রকোনা থেকে রুখসানা রুমী

20431772_469775993402869_6035060774803630426_n

 

 

 

 

 

 

নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার পাড়াদুর্গাপুর গ্রামের যুব সংগঠন ‘প্র্রকৃতি ও জীবন’ এর সদস্যরা এলাকা উন্নয়নে, পরিবেশ সুরক্ষায়, নিজস্ব সংস্কৃতি রক্ষায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ছোট ছোট কার্যক্রম করে আসছে দীর্ঘদিন থেকে। নিজেরা ঐক্যবদ্ধ হয়ে অন্যকে সহযোগিতা করার মাধ্যমেই তারা সমাজে অন্যান্য উদ্ধুদ্ধ করে তুলে।

20374301_469776123402856_7650984747845797207_n

তারা বিশ্বাস করে প্রকৃতির সৌন্দর্য্যরে সাথে বেড়ে ওঠা শিশুদের মধ্যেও নৈতিকতা, মূল্যবোধ, সহযোগিতামূলক মনোভাব, যতœশীলতার মতো নানান মানবিক গুণাবলী থাকবে। আর এ কারণে যুবকরা নানান সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশ ও প্রকৃতি রক্ষা বিয়ষক ক্ষুদ্র উদ্যোগ গ্রহণ করে আসছে।

প্রকৃতি ও জীবন’ নামক এই সংগঠনের সদস্যরা তাদের এ মহৎ কাজের ধারাবাহিকতায় এলাকায় ফলের গাছের সংখ্যা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করে। তাদের এই উদ্যোগের অংশ, হিসেবে তারা গ্রামে এবং স্কুলে ফলের গাছ রোপণ করে। তাদের এ উদ্যোগকে সফল করার জন্য বারসিকের সাথে যোগাযোগ করে এবং স্কুল কমিটির সদস্য ও নোয়াদিয়া জনতা উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদির এর সাথে আলোচনা করে। নিজস্ব উদ্যোগ বাস্তবায়নে তারা নিজেরা প্রত্যেকে ১০ টাকা করে চাঁদা দেয়। তাদের এ উদ্যোগের ফলে এলাকায় ৮০টি গাছ সংগ্রহ রোপণ করা হয়েছে।

happy wheels 2

Comments