সাম্প্রতিক পোস্ট

বিয়ের গীত ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান

মানিকগঞ্জ থেকে নজরুল ইসলাম ও সুবির সরকার:
সম্প্রতি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের ঐতিহ্যবাহী ভূবনেশ্বর নদী তীরবর্তী বহুজা গ্রামের রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত কৃষক বাবর আলীর বাড়িতে বহুজা কৃষি উন্নয়ন সমিতির আয়োজনে এবং বারসিক এর সহযোগিতায় লোকজ গান, বিয়ের গীত, প্রবীণদের উদ্যোগে বালিশ খেলা, নাটক ও সংলাপ অনুষ্ঠিত হয়।

DSC03093 (1)কৃষক বারর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাষা সংগ্রামী মুক্তিযুদ্ধের সংগঠক মিরান উদ্দিন মাস্টার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীর আবুল হোসেন স্মৃতি সংসদ এর সভাপতি কবি ডা. আবুল হাসান, সহকারি কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, উপসহকারি কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, রেজাউল ইসলাম, মো. জামাল হোসেন প্রমুখ।

বক্তারা তাদের আলোচনায় হারিয়ে যাওয়া গ্রামীন সম্পদ বিয়ের গীত, ভাব বৈঠকী, মুর্শিদি, ভাটিয়ালী গানের তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন,“এই সাংস্কৃতিক চর্চার মধ্যে রয়েছে আমার প্রকৃতি, পরিবেশ, নদী-নালা ,খাল-বিল, আমার বাড়ী, আমার গ্রাম, আমার জীবনের পাঠশালার উন্নয়ন।

happy wheels 2

Comments