রাস্তা সংস্কারের দাবিতে তরুণদের মানববন্ধন

বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি

সবুজ শহর খ্যাত রাজশাহীর সবুজময়তা দিনে দিনে হারিয়ে যাচ্ছে। রাস্তার খানাখন্দ এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে নগরের মানুষের দুর্দশা দিনে দিনে বেড়েই চলছে। নগরীর রাস্তাগুলো দ্রুত সংস্কারের দাবিতে আজ সোমবার (১৬ জুলাই,২০১৮) সকাল ১০ ঘটিকায় সিরোইলস্থ রাজশাহী রেলওয়ে স্টেশন মেইন গেটের সামনে রাজশাহী মহানগরীর তরুণ সংগঠন ইয়্যাস (ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ) এর আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে মটর শ্রমিক, মটর মালিক এবং নগরীর দুর্ভোগের শিকার জনগোষ্ঠী স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীগণ আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের পর অতি দ্রুততার সাথে রাজশাহীর রেলওয়ে স্টেশন হতে ভদ্রা হয়ে তালাইমারী সড়কসহ মহানগরীর ত্রুটিপূর্ণ সড়কগুলো মেরামত করার দাবি তুলে ধরেন।

YASC-2
বক্তারা জানান, নগরের সড়কগুলো চলাচলের অযোগ্য হয়েছে। রাস্তার ধুলাবালির কারনে নগরের মানুষের স্বাস্থঝুকি দিনে দিনে বেড়েই চলেছে। পরিসংখ্যানে দেখা যায়, নগরের মানুষের শ্বাসকষ্টসহ দিনে দিনে এ্যাজমা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। আবার দেখা যায় রাস্তার আশপাশে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে নগরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।

YASC-3
আগামী সিটি কর্পোরেশন নির্বাচনের পর রাস্তা মেরামত করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তরুণ সংগঠন ইয়্যাস এর সভাপতি শামীউল আলীম শাওন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর বরেন্দ্র অঞ্চল সমন্বয়কারী শহিদুল ইসলাম, প্রোগ্রাম অফিসার জাহিদ আলী, ইয়্যাস-এর সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম আকাশ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক ফাতেমা আলী মেঘলা প্রমুখ।

Yasc-4
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইয়্যাস-এর উপদেষ্টা সেলিম রেজা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক -মুমতাহ্ হিনা মীম, কোষাধ্যক্ষ সুমন হলদার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সোলাইমান হোসেন রকি, সাংগঠনিক সম্পাদক রবিন শেখ, কার্যনিবার্হী সদস্য আবু সালেহ মো. জিম, দিলীপ কুমারসহ নগরীর ব্যাটারি চালিত অটোরিক্সা চালক এবং সড়ক পরিবহন শ্রমিক, পথচারী, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ।

happy wheels 2

Comments