কলমাকান্দায় জাতীয় পতাকা দিবস পালিত
কলমাকান্দা নেত্রকোনা থেকে গুঞ্জন রেমা
কলমাকান্দায় গতকাল পালিত হলো জাতীয় পতাকা দিবস। দিবসটিকে কেন্দ্র করে বারসিক কলমাকান্দা রিসোর্স সেন্টার এর উদ্যোগে নূর রেসিডেন্সিয়াল স্কুলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় উক্ত স্কুলের শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ বারসিক’র কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনায় আলোচকগণ জাতীয় পতাকা তৈরির ইতিহাস তুলে ধরেন।
জাতীয় পতাকার তৈরীর ইতিহাস আলোচনায় ১৯৭১ সালের ২ রা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা প্রথমবারের মত উত্তোলন করেন আ স ম আব্দুর রব এর কথা উঠে আসে। ১৯৭২ সালের ১৭ জানুয়ারি বাংলাদেশের জাতীয় পাতাকাটি যে দাপ্তরিকভাবে স্বীকৃতি দেওয়া হয় সে ব্যাপারেও আলোচনা করা হয়। এছাড়াও জাতীয় পাতাকা উত্তোলনের নিয়ম, জাতীয় পতাকার পরিমাপ, জাতীয় পতাকার আদি ও বর্তমান নকশাকার, জাতীয় পতাকা অর্থনমিত রাখার নিয়ম, একের অধিক জাতীয় পতাকা থাকলে জাতীয় পতাকা কিভাবে উত্তোলন করতে হবে সে বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনায় নূর রেসিডেন্সিয়াল স্কুলের সহকারি শিক্ষক জুয়েল রানা জানান, এমন ধরণের কর্মসূচি আসলেই একটি শিক্ষণীয়। কারণ জাতয়ি পতাকা আমরা সব সময়ই উত্তোলন করি কিন্তু অনেকে এর নিয়ম জানেন না। আমাদের স্কুলের শিক্ষার্থীরা এখন থেকে জানতে পারবে জাতীয় পাতাকটি কিভাবে উত্তোলন করতে হয়, জাতীয় পতাকা তৈরির ইতিহাস, পরিমাপ প্রভৃতি সম্পর্কে। নূর রেসিডেন্সিয়াল স্কুলের যষ্ঠ শ্রেণীর ছাত্রী মিম আক্তার বলে, ‘আজ আমি বারসিক’র এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারলাম জাতীয় পতাকা তৈরির ইতিহাস, জাতীয় পতাকার মাপ, জাতীয় পতাকার আদি ও বর্তমান নকশাকারের নাম, জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম ইত্যাদি।’ জাতীয় পতাকা দিবসে এসে ষষ্ঠ শ্রেণীর হৃদয় আহমেদ বলে, ‘আমি আগে জানতাম না পতাকা অর্ধনমিত রাখার নিয়মটি, জানতাম না ভিন্ন দেশের পতাকার সাথে নিজ দেশের পতাকা উত্তোলনের সময় কি নিয়ম মানতে হবে, জানতাম না জাতীয় পতাকা উত্তোলনের সময় ভবন, মোটর গাড়ী কি মাপের জাতীয় পতাকা ব্যবহার করতে হয়, আজকে আমি সে সম্পর্কে জানতে পারলাম।’
আমাদের জাতীয় পতাকা আমরা যদিওবা প্রতিদিনই আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে উত্তোলন করে থাকি তথাপি এর উপযুক্ত নিয়ম সম্পর্কে আমাদের ধারণা নেই। ২রা মার্চ জাতীয় পতাকা দিবস এ দিবসে আমরা যদি জাতীয় পতাকার ইতিহাস, উত্তোলনের নিয়ম, পরিমাপ সম্পর্কে জানতে পারি তবে আমরা নিয়ম মেনে যথোপযোক্ত সম্মান প্রদর্শন করে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করতে পারবো