সাম্প্রতিক পোস্ট

নয়াবাড়ি কৃষি পরামর্শ কেন্দ্রের শুভ উদ্বোধন

সিংগাইর, মানিকগঞ্জ থেকে বিউটি সরকার

‘নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করি’ এ প্রত্যয় নিয়ে সিংগাইর উপজেলার নয়াবাড়ি গ্রামে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র সহায়তায় এবং নয়াবাড়ি কৃষক কৃষাণি সংগঠনের উদ্যোগে গড়ে উঠেছে কৃষি পরামর্শ কেন্দ্র। লাভজনক কৃষি ব্যবস্থাপনা ও নিরাপদ ফসল উৎপাদনে এলাকার কৃষকদের দক্ষতা বৃদ্ধি করাই এ পরামর্শ কেন্দ্র প্রতিষ্ঠার মুল লক্ষ্য বলে জানান কৃষক সংগঠনের সভাপতি জনাব ইমান আলী।

গত ২৮ এপ্রিল এ কৃষি পরামর্শ কেন্দ্র’র আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান চৌধুরী। উদ্বোধনকালে সংগঠনের সদস্যবৃন্দ ছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (শস্য) নুরে আলম সিদ্দিকি, অতিরিক্ত উপ-পরিচালক আশরাফুজ্জামান, জেলা কৃষি প্রকৌশলী মনিরা খাতুন, সিংগাইর উপজেলা কৃষি অফিসার টিপু সুলতান স্বপন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মেহেরুন্নেছা, বারসিক কর্মকর্তা শিমুল কুমার বিশ্বাস প্রমুখ।

কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে চৌধুরী বলেন, ‘এটা কৃষকদের একটা ব্যতিক্রমধর্মী উদ্যোগ। কারণ আমাদের দেশে এখনো কৃষি জ্ঞানসমৃদ্ধ অনেক অভিজ্ঞ কৃষক আছেন। এ পরামর্শ কেন্দ্রের নিয়মিত কার্যক্রম পরিচালনার মাধ্যমে সাধারণ কৃষক তাদের অভিজ্ঞতা পারস্পারিক আলোচনার মাধ্যমে সহভাগিতা করতে পারেন। তাহলে কৃষি ফসল উৎপাদনে বড় ধরনের সফলতা পাওয়া যাবে।’

20190428_174829
অন্যদিকে সিংগাইর উপজেলা কৃষি অফিসার টিপু সুলতান সপন বলেন, ‘এ কৃষি পরামর্শ কেন্দ্রটির মাধ্যমে কৃষকের জন্য কৃষি বিভাগ থেকে কৃষি বিষয়ক পরামর্শ প্রদান করা সহজ হবে। কারণ এখানে কৃষি বিভাগ থেকে সংশ্লিষ্ট ব্লক সুপারভাইজার সপ্তাহে একদিন এ কেন্দ্রে আসবেন এবং এলাকার কৃষকের ফসল উৎপাদনে যাবতীয় পরামর্শ প্রদান করবেন।’
উপজেলা কৃষি অফিসার সংগঠনটি রেজিষ্ট্রেশানের আওতায় আনাসহ পরামর্শ কেন্দ্র পরিচালনার যাবতীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন এলাকার কৃষকদের।

happy wheels 2

Comments