পেনশন স্কিম চালুর দাবি করছেন মানিকগঞ্জে কৃষকগণ
মানিকগঞ্জ থেকে মো. মাসুদুর রহমান
বারসিক মানিকগঞ্জ শহর কার্যালয়ে সম্প্রতি মানিকগঞ্জ জেলা কৃষি উন্নয়ন কমিটি কর্তৃক আয়োজিত প্রবীণ কৃষক বাবর আলীর সভাপতিত্বে দিনব্যাপী সংগঠনটির ত্রৈমাসিক সমন্বয় সভা ও কৃষক পেনশন স্কিমের দাবিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার শুরুতেই গত ত্রৈমাসিক সমন্বয় সভার সিদ্ধান্তের অগ্রগতি বিশ্লেষণ করা হয় যার মধ্যে উল্লেখযোগ্য ছিল বোরো মৌসুমে এস আর আই পদ্ধতিতে ধান চাষের লক্ষ্যমাত্রা অর্জন, সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা, জৈববালাই নিবারক তৈরি ও ব্যবহার এবং স্থানীয় পদ্ধতিতে মুরগি পালনে হাজলের ব্যবহার সম্প্রসারণ। কৃষক গবেষক মো. মাসুদ বিশ্বাসের প্রস্তাবনায় চলতি মৌসুমে কৃষক গবেষকদের সমন্বয় সভা সরেজমিনে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।
সমন্বয় সভা শেষে সাংগঠনিক সম্পাদক গুরুদাস সরকারের নের্তত্বে কৃষি পেশা সুরক্ষা ও ষাটোর্ধ্ব কৃষকদের পেশাগত সন্মান ও আর্থিক নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানোত্তর সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্রবীণ কৃষক বৈদ্যনাথ সরকার বলেন, ‘কৃষকের উৎপাদনের জন্য দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাই আশা করি সরকার আমাদের এ দাবি মেনে নিবেন।’ সভায় মতামত ব্যক্ত করেন মানিকগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্ত্তী, প্রথম আলোর জেলা প্রতিনিধি মো. আব্দুল মোমিন, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মতিউর রহমান, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, কৃষক নেতা মো. ইমান আলী, বাসন্তী রানী, হযরত আলী, মনোয়ার হোসেন, মো. শহিদ বিশ্বাস প্রমুখ।