সাম্প্রতিক পোস্ট

আমাদের বৈচিত্র্য, আমাদের পুষ্টি, আমাদের স্বাস্থ্য

সাতক্ষীরা থেকে মননজয় মন্ডল

২২ মে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস। শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামে উক্ত কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। চকবারা যুব উন্নয়ন আইএফএম কৃষক সংগঠন ও গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক যৌথভাবে উক্ত মতবিনিময় সভার আয়োজন করে।

12 (2)

মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চকবারা ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. আইয়ুব আলী, চকবারা যুব উন্নয়ন আইএফএম কৃষক সংগঠনের সভাপতি সিদ্দিকুল ইসলাম, নাগরিক সমাজের প্রতিনিধি আতাউর রহমান, শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, কৃষাণী সাহিদা বেগম, কৃষক রফিকুল ইসলাম প্রমুখ।

12

আলোচনায় বক্তারা আইলা বিদ্ধস্ত গাবুরা ইউনিয়নের প্রাণবৈচিত্র্যের চিত্র তুলে ধরে বলেন, ‘আইলায় আমাদের হারিয়ে যাওয়া সকল প্রাণবৈচিত্র্য আবারও সংগ্রহ করে টেকসই জীবনযাপন করার কাজ শুরু করেছি। নিজেরা সংগঠন করেছি। ধান-মাছ-গাছ-পাখি-প্রাণিসহ অচাষকৃত উদ্ভিদবৈচিত্র্য ফিরিয়ে আনতে নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’ তারা আরও বলেন, ‘সংগঠনের উদ্যোগে নিজেদের খাদ্য নিরাপত্তায় ফসলের বীজ সংরক্ষণ-কৃষি উপকরণ, প্রযুক্তি এবং জল-জমি ও জলাশয়ে অধিকার ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়েছি।’ আলোচকরা নদীর বাঁধ সংস্কার করে তাদের বসতি ও কৃষি জমি রক্ষার জোরালো দাবি জানান।

14

চকবারা যুব উন্নয়ন আইএফএম কৃষক সংগঠন এর উপদেষ্টা মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে মতবিনিময় সভাটির সঞ্চালনার দায়িত্ব পালন করেন বারসিক’র প্রোগ্রাম অফিসার মননজয় মন্ডল।

happy wheels 2

Comments