জলবায়ু সুরক্ষায় সিডিওর লক্ষীঘটে সঞ্চয়
সাতক্ষীরার শ্যামনগর থেকে গাজী আল ইমরান
শ্যামনগর উপকূল অঞ্চলে জলবায়ু সুরক্ষা, বৈচিত্র্য রক্ষা,শিক্ষার মান উন্নয়নসহ আর্ততমানবতার সেবায় কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম।
দীর্ঘদিন যাবত যুব সংগঠনটি এই এলাকার বৈচিত্র্য রক্ষায় ক্যাম্পেইনের মাধ্যমে সচেতনতা, জলবায়ু সুরক্ষায় বিভিন্ন কর্মসূচি পালন, এলাকাটি বিভিন্ন সময় দূর্যোগের কবলে পড়ায় দূর্যোগ বিষয়ে সচেতনতা বাড়াতে ক্যাম্পেইনসহ যুবদের নিয়ে সহ শিক্ষা কার্যক্রম চলমান রেখেছে।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি ১৫টি ইউনিটের সদস্যদের জলবায়ু সুরক্ষায় নিজেদের সঞ্চয়ী মনোভাব গড়ে তুলতে নিজেদের মধ্যে লক্ষীঘট বিতরণ করেছে সংগঠনটি। সিডিও ইয়ুথ টিমের যুবরা এই অঞ্চলে দূর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং তাদেরকে সচেতন করতে অর্থের প্রয়োজনে তারা নিজেদের মধ্যে সঞ্চয় করছে বলে জানা যায়।
এ বিষয়ে সিডিও ইয়ুথ টিমের সদস্যরা বলেন, ‘বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক আমাদের বিভিন্ন কর্মসূচি পালনে এবং দূর্যোগ, জলবায়ুসহ বিভিন্ন প্রশিক্ষণ পেতে সহায়তা করে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। এর পাশাপাশি আমরা নিজেদের সঞ্চয়ী মনোভাব গড়ে তুলতে লক্ষীঘটে সঞ্চয় করছি, লক্ষীঘট ক্রয় করতে বারসিক আমাদের সহযোগিতা করেছে।’
সিডিও ইয়ুথ টিমের অন্যান্য সদস্যরা বলেন, ‘আমরা প্রতি ৬ মাস পরপর লক্ষীঘট ভাঙার পর প্রাপ্ত টাকা দিয়ে এ অঞ্চলের মানুষকে জলবায়, দূর্যোগসহ বিভিন্ন বিষয়ে সচেতন করতে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সঞ্চয় করছি।’