সাম্প্রতিক পোস্ট

জলবায়ু পরিবর্তনের ন্যায়বিচারের দাবিতে শিক্ষার্থীদের ধর্মঘট

রাজশাহী থেকে তহুরা খাতুন লিলি
জলবায়ু পরিবর্তনে ন্যায়বিচারের দাবিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ধর্মঘট করেছে রাজশাহীর পদ্মা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শিক্ষার্থীরা। গতকাল ১৯ জুলাই রাজশাহীর চকপাড়ায় বারসিক’র আয়োজনে জলবায়ু পরিবর্তনে ন্যায়বিচারের দাবিতে শিক্ষার্থীদের ধর্মঘট অনুষ্ঠিত হয়।


এসময় বক্তারা বলেন, ‘জলবাযু পরিবর্তনের যে প্রভাব এখন পৃথিবীর মানুষের উপরে পড়ছে, ঝড়-বন্যা-দাবানল-খরা যেভাবে মানুষের জীবনে প্রভাব ফেলছে, সেগুলো ভবিষ্যতে আরও বিপর্যয়কর হয়ে উঠবে বলে আশংকা করা হচ্ছে। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে আজকের শিশুরাই।’ সেকারণে নিজেদের ভবিষ্যৎ রক্ষায় বড়দের প্রতি আহ্বান জানিয়েছেন এই ছেলেমেয়েরা।


শিক্ষার্থীদের দাবি, তারা ভবিষ্যৎ এই সংকটের বিষয়ে মনোযোগ আকর্ষণের জন্য স্কুল থেকে বেরিয়ে আসছে। পদ্মা রেসিডেন্সিয়াল মডেল স্কুেলর সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া বলেন, ‘বড়রা এই যে গাছপালা কেটে কলকারখানা আর বাসস্থান বানাচ্ছেন, তাদের দোষের কারণে আমাদের ভুগতে হবে। আমরা সমাজে টিকতে পারবো না। আমাদের পরবর্তী প্রজন্মও টিকে থাকতে পারবে না। তারা অনেক ভুল করেছেন এবং এখনো ভুল করেই যাচ্ছেন। যার ফল হলো, জলবায়ু পরিবর্তনের কারণে বায়ুমন্ডলের তাপমাত্রা বৃদ্ধি ও প্রাকৃতিক দুর্যোগ।’


পদ্মা রেসিডেন্সিয়াল মডেল স্কুেলর দশম শ্রেণীর শিক্ষার্থী বলেন, ‘আমরাই পরবর্তী প্রজন্ম, যারা ভবিষ্যতে থাকবো। পরিবেশের যা অবস্থা, সেটা আমাদেরকেই সহ্য করতে হবে। তাই নিজেদের ভালোর জন্য আমাদেরই পদক্ষেপ নিতে হবে। এই জন্য আমরা দয়ীদের ‘লাল কার্ড’ ও প্লাকার্ড নিয়ে দাঁড়িয়েছি।’


এসময় বারসিক’র কমিউনিটি ফ্যাসিলিটেটর তহুরা খাতুন লিলি, ইয়ুথ ফ্যাসিলিটেটর অমিত সরকার, পদ্মা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক সৌরভ হোসেন, প্রধান শিক্ষক আলী আশরাফসহ মডেল স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন

happy wheels 2

Comments