জলবায়ু সুবিচার পাওয়ার জন্য বাংলাদেশকে কাজ করতে হবে
মানিকগঞ্জ থেকে বিমল রায়
মানিকগঞ্জের দিশারী সংগঠনের উদ্যোগে গতকাল বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলা ও সুবিচারের দাবিতে মানিকগঞ্জে অবরোধ কর্মসূচি বৃক্ষ রোপণ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বেউথা এলাকায় বৃক্ষ রোপণ ও শহীদ রফিক চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন দিশারি সংগঠনের সভাপতি হাসান শিকদার, বক্তব্য রাখেন পরিবেশবাদী ও সমাজসেবক এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, বারসিক মানিকগঞ্জ’র আঞ্চলিক সমন্বয়কারি বিমল রায়, দিশারি উপদেষ্টা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম প্রমূখ।
বক্তারা জানান, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ঝুঁকিতে রয়েছে। এই ঝুঁকি মোকাবেলায় জনসাধারণ ও যুব সমাজের সচেতনতার ভূমিকা রাখার সুযোগ আছে। বৃক্ষ রোপণ করে ঝুঁকি মোকাবেলা করতে হবে।
তারা আরও জানান, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে তেমন ভূমিকা নেই কিন্তু তার ফলে জলবায়ু পরিবর্তনের কারণে দেশটি ক্ষতিগ্রস্ত হবে বা হচ্ছে। তাই দেশে জলবায়ু উদ্বাস্তু সৃষ্টি হয়েছে। তাই জলবায়ু সুবিচার প্রতিষ্ঠার দাবি করতে হবে সবাইকে যাতে করে বাংলাদেশ এর ক্ষতিপূরণ লাভ করতে পারে।