সাম্প্রতিক পোস্ট

বিধবার পাশে অক্সিজেন যুবসংঠনের সদস্যরা

নেত্রকোনা থেকে রোখসানা রুমি

বিশ্বব্যাপী চলছে মহামারি করোনা। বাংলাদেশ আছে মহা ঝ্ুঁকিতে। অধিক জনসংখ্যার এই দেশটিতে অসহায় মানুষের সংখ্যা অনেক বেশী। নেত্রকোনা জেলার সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের সবুজ গ্রামের অক্সিজেন যুব সংগঠন। সংগঠনের যুবরা গ্রামের ও আশেপাশের অসহায় মানুষের সেবায়, জরুরি খাদ্য সহায়তা, সচেতনতা তৈরীর জন্য কাজ করে যাচ্ছে।

এখন শুরু হয়েছে বোরো ধান কাটার মৌসুম। লকডাউনের কারণে কৃষিশ্রমিকের অভাব দেখা দিয়েছে এলাকায়। দরুনবালি গ্রামের বিধবা নারী আয়শা আক্তার। তার ৫০ শতাংশ জমির ধান কাটার শ্রমিক নেই। অসহায় নারীর পাশে এসে দাঁড়ায় অক্সিজেন যুব সংগঠনের সদস্যরা। সংগঠনের পরাগ, শাহজাহানরা ১০ জন মিলে বিধবা নারীর ৫০ শতাংশ জমির ধান কেটে, মাড়াই করে ঘরে তুলে দিয়েছে।

যুবদের এই একজন বিধবা নারীর প্রতি সহযোগিতা শ্রদ্ধাবোধ আমাদেরকে আশান্বিত করে। একদিন করোনা শেষ হবে। আমাদের শুরু হবে সমাজের কাজ। দেশের কাজ । মানুষ শুরু করবে স্বাভাবিক জীবন।

happy wheels 2

Comments