সাম্প্রতিক পোস্ট

বসে নেই বিলনেপাল পাড়া নারী সংগঠনের সদস্যরা

রাজশাহী থেকে সুলতানা খাতুন

মহামারী করোনাকালেও রাজশাহীর বিলনেপাল পাড়া নারী সংগঠনের নারীদের হাতের কাজ বুটিক সেলাই থেমে নেই। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মায়েদের পাশাপাশি মেয়েরাও হাতের কাজ করে যাচ্ছে। বিলনেপাল পাড়া নারী সংগঠন প্রতিষ্ঠিত হয় ২০১৬ সালে। এখন পর্যন্ত এ পাড়ার ২৫০ জন নারী এই হাতের কাছের সাথে জড়িত আছে। সংগঠনের নারীদের মাধ্যমে পাশাপাশি ৫টি গ্রামে বুটিক সেলাইয়ের কাজ সম্প্রসারণ করা হয়েছে। বর্তমান সদস্য সংখ্যা ৫৫ জন। এই সংগঠনের নেতৃত্বদানকারী সদস্যদের দ্বারা এই গ্রামটি এখন সাবলম্বী এবং নারীরা আয়বর্ধণমূলক পেশায় যুক্ত হতে পেরেছে। এই সংগঠনের নারী সেলাইয়ের কাজের পাশাপাশি বিভিন্ন ধরনের উন্নয়নমুলক কাজও করে থাকে।

বুটিকের কাজের ক্ষেত্রে সংগঠনের একজন দায়িত্ব নিয়ে শহর থেকে কাজগুলো নিয়ে আসে। তারপর বিভিন্ন সদস্যদের মাঝে কাজ বন্টন করে দেয়া হয়। এই সেলাই কাজ করে একজন নারী ১০০০ টাকা পর্যন্ত আয় করে থাকে। এই টাকা তাদের সংসারে বিভিন্ন ধরনের কাজে আসে। একটি ১-পিচ, ২-পিচ, ৩-পিচ তৈরির করে তারা ২৫০ থেকে ৫০০ টাকা আয় করে থাকে। এই ধরনের উদ্যোগ আরও বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়বে বলে আশা ব্যক্ত করেন নারী সংগঠনের কর্মীরা।

happy wheels 2

Comments