সাম্প্রতিক পোস্ট

নিরাপদ খাদ্য উৎপাদনে গ্রামীণ নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন

হরিরামপুর, মানিকগঞ্জ থেকে মুকতার হোসেন

বারসিক হরিরামপুর এর সহযোগিতায় ‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যত! উন্নত উৎপাদনে, উন্নত পুষ্টি আর উন্নত পরিবেশে উন্নত জীবন-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হরিরামপুর উপজেলায় বয়ড়া ইউনিয়নে খালপাড় বয়ড়া গ্রামে মহির উদ্দিন এর বাড়িতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা কৃষকদের মধ্যে বীজ বর্ধন কর্মসূচি করা হয়েছে।

Exif_JPEG_420

আলোচনায় সভায় অংশগ্রহণ করেন আন্ধারমানিক, খালপাড় বয়ড়া, কর্মকারকান্দি গ্রামের কৃষক-কৃষানীগণ। আলোচনায় বক্তারা জানান, নিরাপদ খাদ্য উৎপাদনে গ্রামীণ নারীরা ভূমিকা রাখে। কারণ নারীরা বসতবাড়িতে যে ধরনের শাক সবজি উৎপাদন করেন যেমন লাউ, মিষ্টিকুমড়া, ঝিংগা, লাল শাক, ডাটা, চালকুমড়া, পুঁইশাক প্রভৃতি। তারা এসব সবজি রাসায়নিক কীটনাশক মুক্ত জৈব সারের মাধ্যমে উৎপাদন করেন। 

অপরদিকে বারসিক মানিকগঞ্জ বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে অনলাইন ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচকরা নিরাপদ খাদ্যর জন্য যে কৃষকরা শ্রমঘাম দিয়ে খাদ্য উৎপাদন করে তাদের নায্যমূল্যে, কাঁচা সবজি সংরক্ষণের ষ্টোরেজ, কৃষকের পেনশনের দাবি উত্থাপন করেন। অনলাইন সভাটি সঞ্চালনা করেন বারসিক আঞ্চলিক সমন্বকারী বিমল রায়।

happy wheels 2

Comments