নিয়মিত চর্চায় নিজেদেরকে দক্ষ করে তুলতে হবে
সাতক্ষীরা থেকে জাহাঙ্গীর আলম,
সাতক্ষীরা শহরের নি¤œ আয়ের পরিবারের নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। গতকাল (৩০ মার্চ) বিকালে সাতক্ষীরা পৌরসভার সুলতানপুর আতিরবাগান বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠনা বারসিকের সহযোগিতায় আতিবাগান বস্তির নারীদের আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারসিক’র সহকারী কর্মর্সূচী কর্মকর্তা গাজী মাহিদা মিজান এবং যুব সংগঠক জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বারসিক’র সহকারী কর্মসূচী কর্মকর্তা গাজী মাহিদা মিজান বলেন, ‘প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নিয়মিত চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে।’ যুব সংগঠক জাহাঙ্গীর আলম বলেন, ‘এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নিজের পরিবারের পোশাক তৈরি করার পাশাপাশি বাইরের মানুষের পোশাক তৈরি করে অর্থ উপাজন করার চেষ্টা করতে হবে। যাতে পরিবারের সচলাতা বৃদ্ধি পায়।’
কর্মশালায় বস্তির নারীরা ১১ জন সদস্য অংশ নেন। এতে প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন দিপালী দাসী।