বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য বিরাজমান থাকুক

সিংগাইর মানিকগঞ্জ থেকে বিউটি সরকার
বাঙালির ঐতিহ্য ও সংষ্কৃতি ধরে রাখার প্রত্যয়ে প্রতিবছরই মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বায়রা গ্রামের প্রতিবছর চৈত্র সংক্রান্তি পালন করেন হালদার পাড়ার নারীরা।


এ প্রসঙ্গে হালদার পাড়ার গোলাপী হালদার বলেন, ‘আমরা ছোট বেলা থেকেই দেখেছি চৈত্র সংক্রান্তি গ্রামের মানুষ খুব আনন্দের সাথে পালন করে। এই অনুষ্ঠান ভাই ছাতুর অনুষ্ঠানও বলা হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ভাই আসে বোনের বাড়িতে। বাড়িতে সকলের মধ্যে একটি আনন্দঘন পরিবেশ বিরাজ করে। চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমরা ঢেঁকিতে ছাতু তৈরি করি। আমরা বাড়িতে পায়রার ছাতু তৈরি করি।’ তিনি আরও বলেন, ‘আগে এ চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান খুবই আনন্দের সাথে পালিত হতো। কিন্তু বর্তমানে এই অনুষ্ঠানে কিছুটা ছেদ পড়েছে। কেননা এই অনুষ্ঠানটি একটি কৃষিনির্ভর অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মূল উপকরণ পায়রা। কিন্তু কৃষির বাণিজিকীকরণের কারণে দেশীয় জাতের পায়রা এখন চাষ হয় না। অনেক উচ্চমূল্যে বাজার থেকে পায়রা ক্রয় করে ছাতু তৈরি করা অনেকের পক্ষ্ইে সম্ভব হয় না।’


চৈত্র সংক্রান্তি আয়োজন উপলক্ষে কনক হালদার জানান, চৈত্র সংক্রান্তির দিন বোন তার ভাইকে ছাতু খাওয়ান। ভাই তার বোনের হাতে এ ছাতু বোনের বিয়ের আগে নিজ বাড়িতে এবং বোনের বিয়ের পর শ^শুর বাড়িতে গিয়ে বোনের হাতের ছাতু খেতে আসেন। এই অনুষ্ঠানের মাধ্যমে ভাই বোন ও পরিবারের মধ্যে একটি সুন্দর সম্পর্ক তৈরি হয়।’
এ পার্বণ পালন করার ফলে একদিকে যেমন বোনের সাথে ভাইয়ে আন্তঃসর্ম্পক অটুট থাকে অন্যদিকে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য বিরাজমান থাকে। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে পারস্পরিক সম্পর্ক ও তৈরি হয়।

happy wheels 2

Comments