যুবরা উপকূলের সম্পদ

উপকূল থেকে গাজী আল ইমরান ও রুবিনা পারভীন 

সাতক্ষীরার শ্যামনগরে যুবদের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা, অনুসন্ধান, উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ আগস্ট) উপজেলা পাবলিক লাইব্রেরিতে বারসিক কর্মকর্তা গাজী আল ইমরান এর সঞ্চালনায় এবং উপজেলা জনসংঠন সমন্বয় কেন্দ্রের সভাপতি শেখ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন।

এসময় প্রধান অতিথি বলেন, যুবরা উপকূলের সম্পদ। বিভিন্ন দুর্যোগে এই এলাকার যুবদের কর্মকান্ড চোখে পড়ার মতো। দুর্যোগ মোকাবেলায় সরকার বিভিন্নভাবে সহযোগিতা করলেও যুবদের সহযোগিতা প্রয়োজন হয় প্রতিটি দুর্যোগে।’

প্রশিক্ষণ কর্মশালাটিতে সহযোগিতা করায় বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিককে ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী অফিসার। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিপিপির সহকারী এডি মুন্সি নূরমোহাম্মদ এবং সহকারী প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিপিপির টিম লিডার মাকসুদুর রহমান মুকুল। এসময় উপস্থিত ছিলেন বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার,বারসিকের প্রোগ্রাম অফিসার বিশ্বজিৎ মন্ডল, বারসিকের সহকারী প্রোগ্রাম অফিসার রুবিনা পারভীন সহ উপজেলার বিভিন্ন স্থানের যুব সংগঠকবৃন্দ।

happy wheels 2

Comments