জলবায়ু পরিবর্তন ঝুঁকি এড়াতে গ্রামীণ নারীর ভূমিকা

রাজশাহী থেকে রিনা টুডু

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে মাহালী পাড়া বাঁশ বেত উন্নয়ন সংগঠনের মাধ্যমে দিবসটি পালন করা হয়। সভাটিতে নারীর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও তীব্র তাপদাহ ফলে ফসল সবজির ক্ষতি হয়েছিলো।

তারপরও নারীরা থেমে থাকেনি বরং বিভিন্ন ধরনের সবজি চাষ করে পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করে। নারীরা  পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনার জন্য হাতের কাজ যেমন বাঁশ বেত দিয়ে বানায় সাজি,কুলা, সরপস,টুপা,ইত্যাদি, কেউবা, সেলায় করে, বিভিন্ন ধরনের নকশিকাঁথা, এভাবে পরিবারের আর্থিক সহায়তা করে আসছেন। তছাড়া দুর্যোগ মোকাবিলা ও দুর্যোগে ঝুঁকিহ্রাসে গ্রামীণ নারীরা ভূমিকা রেখে আসছেন। কিন্তু নারীদের এই কাজ এখনও স্বীকৃতি দেওয়া হয়নি।

অনুষ্ঠানে জলবায়ু ঝুঁকিহ্রাসে ভূমিকা পালনকারী এরকমই সংগ্রামী ১০ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়।

happy wheels 2

Comments