সাম্প্রতিক পোস্ট

সামাজিক সহিংসতা প্রতিরোধে প্রত্যয় ব্যক্ত করলেন শিক্ষকেরা

সিংগাইর মানিকগঞ্ থেকে আছিয়া আক্তর
‘জেন্ডার সংবেদনশীল শিক্ষাঙ্গন গড়ি, বৈষম্য হ্রাস করি” এই স্লোগানকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ সিংগাইর অঞ্চলে কাজ করছে। তারই ধারাবাহিকতায় গতকাল মানিকগঞ্জ সিংগাইর অঞ্চলের ঐতিহ্যবাহী বায়রা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাল্য বিবাহ নিরোধ, নারী নির্যাতন বিরোধী আইন ও সচেতনতা বিষয়ে শিক্ষকদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


কর্মশালায় অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো.বিল্লাল হোসেন এর সভাপতিত্বে ও বারসিক প্রকল্প সহায়ক রিনা আক্তার এর সঞ্চালনায় কর্মসূচির ধারণাপত্র পাঠ করেন বারসিক প্রকল্প সহায়ক আছিয়া আক্তার। সেশন পরিচালনা করেন বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম।


সমাপনী আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওই প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক ও খেলাঘর আসর এর জেলা সভাপতি আব্দুল হালিম, বিশেষ আলোচনা করেন অধ্যাপক মনোয়ার হোসেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো.খলিলুর রহমান।


আলোচনায় বক্তারা বলেন, শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। দিনের বেশির ভাগ সময় যেহেতু সন্তানেরা আপনাদের কাছে থাকে, সেহেতু বিষয় ভিত্তিক ক্লাসের মাঝে বাল্য বিবাহে কুফলগুলো তুলে ধরলে আশানুরূপ ফল পাওয়া যাবে।’ শিক্ষকেরা বলেন, ‘আমরা শ্রেণী পাঠে মাঝেমধ্যে এগুলো বললেও অভিভাবকের অসচেতনতায় কথার আমল কম। তারপরও অভিভাবকদের সাথে এই ধরনের কর্মসূচি করলে ভালো হবে। আমরা শিক্ষার্থীদের সাথে প্রতিদিনের এসেমবেলীতে বাল্য বিবাহ ও নারী নির্যাতনসহ সামাজিক সহিংসতার কুফল তুলে ধরবো। আমাদের সাথে সমাজে বেসরকারি সেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে আসলে অবশ্যই আমরা সংবেদনশীল শিক্ষাঙ্গন ও সমাজ বিনির্মাণ করতে পারব।’

happy wheels 2

Comments