মানিকগঞ্জে কর্মী দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

মানিকগঞ্জ থেকে বিউটি রানী সরকার ও মো.নজরুল ইসলাম

তাত্ত্বিক ও ব্যবহারিক কাজে দক্ষতা বৃদ্ধি করি,প্রকৃতি ও মানুষের সাথে আন্তঃসম্পর্ক জোরদার করি” এই ধরনের বিভিন্ন স্লোগানকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক সিংগাইর রিসোর্স সেন্টার এর আয়োজনে সম্প্রতি বারসিক বায়রা অফিস মিলনায়তনে কর্মী পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

তিনদিনব্যপী বিষয়ভিত্তিক সেশনের প্রথমেই দেশাত্মবোধক গানের মাধ্যমে সেশন শুরু হয়। কর্মশালা পরিচালনা ও প্রধান সহায়কের ভূমিকা পালন করেন বারসিক পরিচালক সৈয়দ আলী বিশ্বাস। সহায়ক হিসেবে আরো উপস্থিত ছিলেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায় ও কর্মসূচি সমন্বয়কারী শিমুল কুমার বিশ্বাস।

গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে বারসিক এর মিশন ভিশন ও কর্মপন্থা, বিষয়ভিত্তিক তথ্য সংগ্রহ ও সহভাগিতা বিষয়ে অংশগ্রহণমূলক আলোচনা হয়। পরদিন সংগঠন ব্যাবস্থাপনা ও নেতৃত্ব, কমিউনিটি যোগাযোগ ও প্রভাবিতকরণ এবং তথ্য ভিত্তিক গণযোগাযোগ, কার্যক্রম মূল্যায়নসহ আদর্শ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে তাত্ত্বিক ও ব্যাবহারিক কর্মশালায় সকল অংশগ্রহণকারীগণ হাতে কলমে স্বতঃফুর্তভাবে অংশগ্রহণ ও কাজ করার প্রত্যয় গ্রহণ করেন।

happy wheels 2

Comments