নারী ও পুরুষের মধ্যকার মধুর সম্পর্ক দিয়েই বৈষম্য হ্রাস করতে হবে

মো. নজরুল ইসলামঃমানিকগঞ্জ

“নারী পুরুষে বৈষম্য হ্রাস করি, নারীবান্ধব সমাজ গড়ি” এই স্লোগান নিয়ে আজ ১৮ মে মানিকগঞ্জের স্যাক কার্যালয়ে জেলা নারী উন্নয়ন কমিটি ও বারসিক’র যৌথ আয়োজনে সমাজে নানা ধরনের সামাজিক সহিংসতা প্রতিরোধসহ নারীর ক্ষমতায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জেলা নারী উন্নয়ন কমিটির সভাপতি শামিমা আক্তার এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সেবিকা মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. জাকির হোসেন। আলোচনায় আরও অংশগ্রহণ করেন বলধারা ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য নারীনেত্রী সেলিনা আক্তার, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, বারসিক নারী সেলের আহবায়ক রাশেদা আক্তার, সদস্য সচিব বিউটি রানী সরকার, বারসিক কর্মকর্তা মো.নজরুল ইসলাম,আছিয়া আক্তার ও ঋতু রবি দাস প্রমুখ।

উপপরিচালক মো.জাকির হোসেন বলেন, ‘আমাদের দেশে বাল্য বিয়ে ইভটিজিং নারী নির্যাতনসহ সামাজিক সহিংসতার হার অনেক। এগুলো হ্রাস করতে হলে নারী উন্নয়ন কমিটির মতো সংগঠনগুলোকে স্বেচ্ছায় এগিয়ে আসতে হবে।’

আলোচনায় বক্তারা আরও বলেন, ‘নারী পুরুষে বৈরিতা নয় মধুর সম্পর্ক দিয়েই বৈষম্য হ্রাস করতে হবে। তবেই একটা সময় নারীবান্ধব সমাজের দিকে যেতে পারবো।

happy wheels 2

Comments