সাম্প্রতিক পোস্ট

কলমাকান্দায় শীতকালীন শাকসবজির বীজ বিতরণ

কলমাকান্দা নেত্রকোনা থেকে গুঞ্জন রেমা

বেসরকারি গবেষণা সংস্থা  বারসিক’র সহযোগিতায় এবং তারানগর কমিউনিটি বীজ ব্যাংক ও বাঘবের কমিউনিটি বীজ ব্যাংকের উদ্যোগে লেঙ্গুড়া, রংছাতি, খারনৈ ও নাজিরপুর ইউনিয়নের ৩৯০ জন কৃষক কৃষাণীর মাঝে ১৭ ধরনের শীতকালীন শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে সম্প্রতি।

বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তাদ্বয় নূর খান, মোঃ জিয়াউল হক, বীরমুক্তিযোদ্ধা বদিন জাম্বিল লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মেম্বার জুলেখা খাতুন, আদর্শ কৃষক মথি ঘাগ্রা, বারসিক কর্মকর্তারা প্রমুখ।

বীজ বিতরণ অনুষ্ঠানে কৃষক ও কৃষাণীরা জানান, এ বীজ পাওয়ায় তারা শীত মৌসুমে ভালোমত শাকসবজি আবাদ করতে পারবেন। স্থানীয় প্রজাতির বীজ বলে এতে করে রাসায়নিক সার ও কীটনাশকের প্রয়োজন হবে না বলে তারা মনে করেন। এ উদ্যোগ নেওয়ার জন্য তারা বীজব্যাংক এর উদ্যোক্তাদেরেএবং বারসিক কে ধন্যবাদ জানান। 

happy wheels 2

Comments