জলবায়ু পরিবর্তনে আমরা দায়ি নই

রাজশাহী থেকে রিনা টুডু

মিশন পাড়া লাল সবুজ যুব সংঘ ক্লাব, মাহালি পাড়া গ্রামের উজ্জ্বল যুব সংঘ ক্লাব, মাহালি পাড়া নতুন পথে এগিয়ে যাবো কিশোরী সংগঠন ও থানতলা গ্রামের লাহাচালা কিশোরী সংগঠনের আযোজনে এবং বারসিক’র সহযোগিতায় সম্প্রতি তানোরে জলবায়ু ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে সংগঠনগুলোর সদস্য ছাড়াও এলাকার যুবরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা জানান, জলবায়ু পরিবর্তনের কারণে আদিবাসী নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আদিবাসী নারীরা তাদের জমিগুলো হারাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে আদিবাসীদের খাদ্যের উৎস ধংস হয়েছে। এছাড়া জমিতে বিভিন্ন ধরনের রাসায়নিক, কীটনাশক ব্যবহারের ফলে আদিবাসী নারী শারীরিকভাবে বিভিন্ন ধরনের সমস্যায় পড়েছে, যা তারা সবার কাছে প্রকাশ করতে পারেনা।

মানববন্ধনে বক্তারা বলেন, জমিতে বিভিন্ন ধরনের রাসায়নিক কীটনশাক ব্যবহারের কারণে জলাশয় ও পুকুরের পানি দূষিত হচ্ছে, জলে থাকা, বিভিন্ন ধরনের সামুক, ঝিনুকও বিলুপ্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তন আমাদের সংস্কৃতির জন্যও হুমকি। কিন্তু জলবায়ু পরিবর্তনে আমরা দায়ী নই।

happy wheels 2

Comments