বৈচিত্র্যময় ফসল সুরক্ষায় অভিজ্ঞতা বিনিময়

ঘিওর, মানিকগঞ্জ থেকে সুবীর কুমার সরকার
ঘিওর উপজেলার নালী অঞ্চলের স্বেচ্ছাসেবী যুব সংগঠন আলোর পথ এবং গ্রামীণ শিল্পী সংস্থার যৌথ আয়োজনে সম্প্রতি ইংরেজি নববর্ষের নতুন দিনে মানিকগঞ্জ ঘিওর উপজেলায় দিনব্যাপী প্রীতি সম্মেলন, অভিজ্ঞতা বিনিময় এবং মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।


আলোচনা সভায় কৃষক মো: বাদশা মিয়ার সভাপতিত্বে ও বারসিক কর্মসূচি সমন্বয়কারী মো: মাসুদুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন বারসিক ঘিওর অঞ্চলের সমন্বয়কারী সুবীর কুমার সরকার। এছাড়াও আলোচনায় অংশগ্রহন করেন কৃষাণী সীমা সরকার, আকলিমা বেগম, অধ্যাপক মো: মনোয়ার হোসেন, আলোর পথের আকাশ, দিপ্ত সেন, মো: রাজিব মিয়া, বারসিক সিংগাইর এলাকার সমন্বয়কারী শিমুল কুমার বিশ্বাস, হরিরামপুর অঞ্চলের সমন্বয়ক সত্যরঞ্জন সাহা, বারসিক প্রকল্প কর্মকর্তা রাশেদা আক্তার, হিসাব রক্ষক নিতাই চন্দ্র দাস, তপন সাহা, মো: নজরুল ইসলাম, মো: মুক্তার হোসেন, গাজী শাহাদত হোসেন বাদল, শ্যামায়েল হাসদা, অনন্যা আক্তার, বিউটি সরকার, রীনা আক্তার, আছিয়া আক্তার, মো: শাহীনুর রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষক গবেষক মো: মনোয়ার হোসেন, প্রফুল্ল কুমার মন্ডল, তরুণ উদ্যেক্তা কৃষক মো: রফিকুল ইসলাম রফিক প্রমুখ।


আলোচনার পর বারসিক ও নালী কৃষক সংগঠন যৌথ আয়োজনে জাত গবেষণা প্লটে স্থানীয় ৭ প্রকার মসলা গবেষণা দেখা, সরিষার চক, মাসাইল ও নালীর জামতলা দর্শনসহ ফিরে দেখার ফাঁকে গ্রামীণ শিল্পী সংস্থার উদ্যোগে লোকজ গান পরিবেশন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী, দেওয়ান বাদল, মো: আয়ুব আলী, নালী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য কামনা রানী সরকার প্রমুখ।

happy wheels 2

Comments