স্বস্তির বৃষ্টিতে বরেন্দ্র’র প্রকৃতিতে ফিরেছে প্রাণ
রাজশাহী থেকে সুমন আলী
বরেন্দ্র অঞ্চলে তীব্র তাপদাহে মানুষের জীবন জীবিকা নির্বাহ করা দূর্বিসহ হয়ে পড়েছিলো। দীর্ঘ কয়েক মাস পর স্বস্তির এক বৃষ্টি দেখা মিলেছে। বৃষ্টিতে প্রাণ ফিরেছে মানুষের, উদ্ভিদের ও প্রাণীর।
বরেন্দ্র অঞ্চলের অনেকের মতে, এ যেন শুধু বৃষ্টিই নয়, প্রকৃতি সজীব ও সতেজ করার জন্য সৃষ্টিকর্তার এক আর্শীবাদ। বৃষ্টিতে গাছপালা ভিজছে, সেই সাথে গ্রামের মানুষও ভিজছে। তারা জানান, মাটির উর্বরতা এখন বৃদ্ধি পাবে। যে গাছ রোপণ করা হবে সেটিই জীবন্ত হয়ে যাবে। শুধু তাই নয় বৃষ্টির পানি নাকি এক প্রকার ওষুধের কাজ করে।
মথুরা গ্রামের দেলোয়ারা ( ৩৭) জানান, এই বৃষ্টির পানিতে ঘামাচি, খোসপাচড়া,বিভিন্ন চর্মরোগসহ যাবতীয় নানান অসুখ বিসুখ ভালো হয়। কৃষকদের মতে, বৃষ্টির পানি মাটিকে সতেজ করে, সারের কাজ করে মাটিকে উর্বর করে, যা কৃষিফসল ফলানোয় ইতিবাচক ভূমিকা পালন করে।