কমলাকান্দায় তারুণ্য মেলায় বারসিক’র স্টল প্রদর্শনী

কলমাকান্দা থেকে গুঞ্জন রেমা 

প্রাণবন্ত পরিবেশ, উচ্ছ্বাস আর সৃজনশীলতার মেলবন্ধনে নেত্রকোণার কলমাকান্দা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ও বারসিক এর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো তারুণ্য উৎসব মেলা ২০২৫। এ উৎসবে বিশেষ আকর্ষণ ছিল বারসিক’র প্রদর্শনী স্টল, যেখানে পরিবেশ সচেতনতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, স্থানীয় কৃষি উন্নয়ন এবং টেকসই জীবনযাত্রার বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।

বারসিকের স্টলটি ছিল ব্যতিক্রমী ও শিক্ষণীয়। এখানে প্রদর্শিত হয় স্থানীয় কৃষকদের সংরক্ষিত দেশীয় ২২ জাতের ধান বীজ  কৃষি উপকরণ, কৃষক নেতৃত্বে শিমজাত গবেষণার ১২ জাতের শিমজাত বৈচিত্র্য। টেকসই কৃষির জন্য অপরিহার্য কেঁচো কম্পোস্ট, কৃষিপ্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব প্রভৃতি বিষয় সংবলিত ফেস্টুন ও কলমাকান্দা উপজেলা কেন্দ্রিক তৈরিকৃত শস্য পঞ্জিকা।

এছাড়াও, স্টলে আগত দর্শনার্থীদের সঙ্গে পরিবেশ ও কৃষি সম্পর্কিত বিভিন্ন আলাপচারিতা অনুষ্ঠিত হয়, যেখানে তরুণরা বিশেষভাবে আগ্রহ প্রকাশ করেন।

তারুণ্য উৎসবের অন্যতম উদ্দেশ্য ছিল তরুণদের সামাজিক ও পরিবেশগত টেকসই  উন্নয়নে সম্পৃক্ত করা। বারসিকের স্টলটি সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। 

বারসিকের উপজেলা সমন্বয়কারী গুঞ্জন রেমা  বলেন, “আমাদের উদ্দেশ্য তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দেওয়া। তারা যদি জলবায়ু পরিবর্তন ও কৃষির গুরুত্ব বোঝে, তবে ভবিষ্যতে টেকসই উন্নয়নের পথে দেশ এগিয়ে যাবে।”

কলমাকান্দার এই তারুণ্য উৎসব মেলায় বারসিকের উদ্যোগ প্রশংসনীয় ভূমিকা রেখেছে। তরুণরা পরিবেশ ও কৃষি বিষয়ে সচেতন হয়ে ভবিষ্যতে টেকসই উন্নয়নের জন্য কাজ করবে, এটাই সকলের প্রত্যাশা।

happy wheels 2

Comments