সাম্প্রতিক পোস্ট

দূর্যোগ মোকাবেলা করেই গ্রাম বাঁচায় নারী

সাতক্ষীরা থেকে আসাদুর ইসলাম

‘দূর্যোগ মোকাবেলা করেই গ্রাম বাঁচায় নারী‘ এই প্রতিপাদ্য কে সামনে রেখে সাতক্ষীরা আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস উদ্যাপন করা হয়েছে।

IMG_20171015_162723
গতকাল (১৫ অক্টোবর) বারসিক’র আয়োজনে সাতক্ষীরা সদরের জলাবদ্ধ এলাকা মাছখোলা গ্রামে আন্তর্জাতিক গ্রামীণ দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় অংশ গ্রহন করে স্থানীয় বেতনা নারী সংগঠনের আশুরা বেগম, সাথী আক্তার, নাজমা খাতুন, আরিফা আক্তার, বারসিকের সহকারি কর্মসূচি কর্মকর্তা আসাদুল ইসলাম, যুব সংগঠক ফজলুল হক, উক্ত নারী সংগঠনের সদস্যবৃন্দ।

IMG_20171015_163653
আলোচনা সভা নারীরা দূর্যোগের সময় তাদের কষ্টের কথা তুলে ধরে। তারা জানান, এখন নারীরা পিছিয়ে নেই, তাঁরা এখন নিজেরাই বিভিন্ন কাজের উদ্যোগ গ্রহণ করেন। নারীরা গ্রামকে সুন্দর করে সাজাতে কাজ করেন। তারা আরও জানান, নারীরা তাদের বাড়ির আঙিনায় পতিত জমিতে চাষ করেন, সেলাইসহ বিভিন্ন কাজ করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেন। দূর্যোগের সময় নারীরাই আগে তাদের ঘর বাড়িসহ পশুপাখি রক্ষায় এগিয়ে আসেন।

happy wheels 2

Comments