অটিজমে চাই সচেতনতা
সাতক্ষীরা থেকে ফজলুল হক
নারী ও বালিকাদের ক্ষমতায়ন
হোক না তারা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন
এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২ এপ্রিল, ২০১৮ রোজ সোমবার বিকাল ৩ টায় সাতক্ষীরা সদর উপজেলার জেয়ালা গ্রামে বিশ্ব আটিজম সচেতনতা দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর সহযোগিতায় জেয়ালা কৃষক সংগঠণের আয়োজনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভা অনুষ্ঠানে এমদাদুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন তিন জন প্রতিবন্ধি ব্যক্তি, কমিউনিটি ফ্যাসিলিটেটরর গাজী মাহিদা মিজান, ওমর ফারুক রনি. সুমন কুমার পাল ও জেয়ালা কৃষক সংগঠনের সদস্য বৃন্দ।
আলোচনা সভায় অটিজম আক্রান্ত শিশুদের লক্ষণসমুহ তুলে ধরা হয় এবং অটিজম ব্যবস্থাপনা ও চিকিৎস্যা পদ্ধতি সম্পর্কে কাউন্সেলিং সাইকোলজি থেকে প্রাথমিক ধারণা প্রদান করা হয়। অটিজম শিশুরা বা ব্যক্তি সমাজের যে বোঝা নয় তারাও যে এ দেশের সমান অংশীদার। তাদেরকে অবহেলা করা যাবে না, সঙ্গে নিয়ে চলতে হবে এবং সমান অধিকার দিতে হবে এ সব বিষয়ে সংগঠনের সদস্যদের সচেতনতা করা হয়।