সাতক্ষীরার মাছখোলা ও জেয়ালা গ্রামের কৃষকের মাঝে বীজ বিনিময় অনুষ্ঠিত

সাতক্ষীরা থেকে ফজলুল হক
সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা ও জেয়ালা গ্রামের কৃষকের বীজ কৃষকের অধিকার এই স্লোগানকে সামনে কৃষক-কৃষাণীর বীজ বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার গবেষণা প্রতিষ্ঠান বারসিক এই বীজ বিনিময় কর্মসূচির আয়োজন করে।

1মাছখোলা গ্রামের কৃষাণী আশুরা বেগম ও জেয়ালা গ্রামের কৃষি পরামর্শক এমদাদুল হক সকল কৃষক কৃষাণীদের মাঝে স্বল্প পরিসরে বাড়ির আঙিনায় চাষ করার জন্য বর্ষাকালীন শাক-সবজির বীজ তুলে দেন।

2

উল্লেখ্য, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত শ্যামনগরের ধুমঘাট গ্রামের কৃষাণী অল্পনা রানী মিস্ত্রি মাছখোলা ও জেয়ালা গ্রামের জন্য নিজ বাড়ি থেকে ৬০টি পরিবারের মাঝে বর্ষাকালীন ঢেড়ঁশ, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লালশাক, বরবটি, পুইশাক, ঝিঙে, পল্লা, এবং আট প্রকারের শীমের বীজ বিতরণের জন্য পাঠিয়ে দেন।

এই বীজ বিনিময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারসিকের সহযোগী কর্মসূচি কর্মকতা আসাদুল ইসলাম, কমিউনিটি ফ্যাসিলেটের গাজী মাহিদা মিজান, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের ওমর ফারুক রনি প্রমুখ।

happy wheels 2

Comments