পরিবেশ-প্রতিবেশ, নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কে ধারণা লাভ করলো শিক্ষার্থীরা

রাজশাহী থেকে শহিদুল ইসলাম শহিদ ও অমৃত সরকার

আজ (২০ সেপ্টেম্বর) রাজশাহী তানোর উপজেলার চাপড়া ও আকছা উচ্চ বিদ্যালয়ে পরিবেশ-প্রতিবেশ, নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক বক্তৃতামালা ও কুইজ প্রকিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানটি ওই বিদ্যালয় ও বারসিক‘র আয়োজনে অনুষ্ঠিত হয়। নবায়নযোগ্য জ্বালানির উপর বক্তৃতামালা করা হয়। বক্তৃতামালায় শিক্ষার্থীরা জীবাশ্ব জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব তুলে ধরেন। উপস্থিত সকল শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পরিবেশ-প্রতিবেশ, বৈচিত্র্য, নবায়নযোগ্য জ্বালানি, জৈবকৃষি ও বরেন্দ্র অঞ্চলের উপর তাদের প্রশ্ন করা হয়।

42203299_2214794632098786_8375322227339427840_n
কুইজ প্রতিযোগিতায় ৩৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকলের সামনে একটি করে প্রশ্ন ছোড়া হয় প্রশ্ন শুনে যে শিক্ষার্থী আগে হাত উচু করে আগ্রহ জানায় তাকে প্রথমে সুযোগ দেয়া হয়। এভাবে ২০ জন বিজয়ী শিক্ষার্থী নির্ধারণ করা হয়।

42124195_235845730445606_6661558760734982144_n
উক্ত অনুষ্ঠান সম্পর্কে চাপড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আতাউর রহমান খান বলেন, “এ ধরনের কর্মসূচি প্রতি মাসে শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজন করা প্রয়োজন। এতে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়বে এবং তাদের মধ্যে বৈচিত্র্যময় জ্ঞান অর্জনের আগ্রহ তৈরি হবে। স্বাগত ও ধন্যবাদ জানাই বারসিক সংস্থাকে এই ধরনের সুন্দর একটি অনুষ্ঠান করার ক্ষেত্রে সহায়তা করার জন্য।”

42153727_1171917739626383_7918463442212618240_n
অনুষ্ঠানে সকলের সামনে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। আলোচনা শেষে ২০ জন বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলে দেয়া হয়। সেথানে শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীসহ বারসিক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

happy wheels 2

Comments