৫০ জন কৃষাণ-কৃষাণীদের হাতে সবজির বীজ তুলে দিলেন অল্পনা রাণী

৫০ জন কৃষাণ-কৃষাণীদের হাতে সবজির বীজ তুলে দিলেন অল্পনা রাণী

সাতক্ষীরা থেকে মননজয় মন্ডল

সাতক্ষীরার শ্যামনগরের প্রত্যন্ত গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামে গতকাল স্থানীয় প্রজাতির সবজি বীজ বিনিময় অনুষ্ঠিত হয়েছে। চকবারা মানব কল্যাণ আইএফএম কৃষক সংগঠন ও বারসিক উক্ত বীজ বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে।

স্থানীয় জাতের সবজী বীজ বিতরণ (1) (1)

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষাণী অল্পনা রানী মিস্ত্রী এসময় ৫০ জন কৃষক ও কৃষাণীর হাতে শীতকালীন সবজি বীজ (লালশাক, পালংশাক, লাউ ও মিষ্টিকুমড়া) তুলে দেন।

স্থানীয় জাতের সবজী বীজ বিতরণ (2) (1)

বীজ বিনিময় শেষে বারসিক’র মননজয় মন্ডল এর সঞ্চালনায় চকবারা মানব কল্যাণ আইএফএম কৃষক সংগঠনের সভাপতি কৃষক সিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, চকবারা ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. আইয়ুব আলী, অল্পনা রানী মিস্ত্রী, কৃষাণী বকুল বেগম, কৃষক আব্দুল হামিদ প্রমুখ।

happy wheels 2

Comments