মানিকগঞ্জে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ।।   

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। নাটগীত-গীতিনাট্যের মেলা উপলক্ষ্যে হাকিম আলী গায়েন থিয়েটার এই লাঠি খেলার আয়োজন করে।

১ (1)

লাঠি খেলায় সিংগাইরের উত্তর জামসা গ্রামের আবদুল হামিদ সরদারের লাঠিয়াল দল অংশ নেয়। ওই দলের ১৬ জন লাঠিয়াল তাদের লাঠি খেলার নৈপুন্য দেখান। শনিবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী বুধবার পর্যন্ত।

মেলার উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস। মানিকগঞ্জের আশপাশের গ্রামের নানা বয়সী হাজারো দর্শক লাঠি খেলা দেখতে ভিড় করে। আয়োজকরা জানান, প্রতি বছরই ফাল্গুন মাসে ৫ তারিখে নাটগীত-গীতিনাট্য মেলার আয়োজন করা হয়।

২ (2)

মেলা উপলক্ষ্যে লাঠি খেলা ছাড়াও বিচারগান, বাউলগান, কবিগান, জারি, নাটক, যাত্রাপালার আয়োজন করা হয়েছে। এছাড়া মেলায় হরেক রকমের জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা।

 

happy wheels 2

Comments