সাম্প্রতিক পোস্ট

প্রবীণদের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রতিবন্ধীদের প্রতি যত্নশীল হই

মানিকগঞ্জ থেকে মাসুদুর রহমান ও শাহাদৎ হোসেন

সম্প্রতি মানিকগঞ্জ সদর উপজেলার বাংলাদেশ মুক্তি যোদ্ধা সংসদ, বেতিলা মিতরা ইউনিয়ন শাখা ও বেতিলা মিতরা ইউনিয়ন সাংস্কৃতিক দলের উদ্যোগ এবং বারসিক’র সহযোগিতায় ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আ: মান্নানের সভাপতিত্বে‘ প্রবীণদের প্রতি শ্রদ্ধা এবং প্রতিবন্ধীদের প্রতি যত্নশীল হউন’ বিযয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার বিভিন্ন প্রবীণ, স্কুল শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকার বিভিন্ন পেশাজীবী মানুষ অংশগ্রহণ করেন।

64214805_2105588273074295_6832266792874803200_n

আলোচনা সভায় বেতিলা স্কুল এ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ প্রাণ গোপাল চৌধুরী বলেন, ‘মায়ের ভালোবাসা ও বাবার আদর্শে প্রতিটি সন্তান প্রতিষ্ঠিত হয়। বিশ্ব বাবা দিবস শুধুমাত্র একদিনের বিষয় নয় প্রতিটি সন্তানের জন্য প্রতিটি দিনই বিশ^ বাবা দিবস।’ জেলা প্রবীণ অধিকার সুরক্ষা কমিটির সদস্য সহযোগী অধ্যাপক আমিনুল ইসলাম কোহিনুর বলেন, ‘বাবা সন্তানের জীবনে বটগাছের ছায়ার মত, আজকের আলোচনায় মোগল সম্রাজ্যের সম্রাট বাবর ও হুমায়নের কথা আমাদের মনে করিয়ে দেয়।’ বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায় বলেন, ‘সম্প্রতি অনেক সন্তান প্রবীণ বাবা মাকে বোঝা মনে করে রাস্তা ঘাটে ফেলে রেখে যায়। আসুন আজকের এই বিশ্ব বাবা দিবসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আর যেন কোন মা বাবা অবহেলিত হয়ে পড়ে না থাকে। পাশপাশি প্রতিবন্ধীদের প্রতি আমরা যেন যত্নশীল হই।’

64560386_427568951422164_7536291703116791808_n

এরপর মুক্তিযোদ্ধা আ: খালেক ও কমরেড সেতোয়ার হোসেন খানের বক্তব্য শেষে প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন প্রবীণ পল্লীগীতি শিল্পী মো. তছলিম উদ্দিন, শহিদুল ইসলাম, গুরুদাস সরকার, মো. লালন মিয়া, নয়ন সরকার প্রমূখ।

happy wheels 2

Comments