সাম্প্রতিক পোস্ট

প্রকৃতিকে ভালোবেসে আসুন বৃক্ষ রোপণ করি

মানিকগঞ্জ থেকে শ্যাময়েল হাঁসদা

মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ (বিজয় মেলা মাঠ) মানিকগঞ্জ জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা বন বিভাগের যৌথ আয়োজনে সম্প্রতি ১০ দিনব্যাপী ফল বৃক্ষ মেলার উদ্ধোধন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ¦ জাহিদ মালেক, এমপি।

67084959_445807466261992_5744624719538159616_n
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রি বলেন, ‘গাছ আমাদের পরম বন্ধু। গাছ আমাদের দেহের পুষ্টি যোগায়, পরিবেশের ভারসাম্য, নির্মল বাতাস, জীবনের প্রয়োজনীয় অক্সিজেন, প্রাকৃতিক দূর্যোগ, আসবাবপত্র তৈরিসহ অনেক গুরুত্বপূর্ণ কাজে বৃক্ষ বিশেষ ভূমিকা রাখে।’ তিনি প্রত্যেকে তিনটি করে বাড়ির সীমানায় ফলজ,বনজ ও ভেষজ বৃক্ষ রোপণের আহ্বান জানান। আলোচনা শেষে ফল ও বৃক্ষ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ করেন।

মেলা প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক হাবিবুর রহমান চৌধুরী এবং জেলা আওয়ামী-লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম সারোয়ার ছানু প্রমূখ।

67696591_504463896965635_4374962165694595072_n
মেলায় মোট ২০টি স্টল অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে বারসিকও ফল ও বৃক্ষ মেলায় অংশগ্রহণ করেছে। বারসিক প্রাণবৈচিত্র্য কৃষি বাড়ি, স্থানীয় বিভিন্ন জাতের ধান, ভার্মি কম্পোস্ট, ঔষুধি গাছ, দেশী ফল ও বৃক্ষরোপণ কর্মসূচি সচিত্র প্রতিবেতদন কার্যক্রম প্রদর্শন করে। স্টল পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মানীয় মন্ত্রী জাহিদ মালেক এমপি মহোদয়। তাকে বারসিক স্টল পরিদর্শনের সময় বারসিক’র পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান আঞ্চলিক সমন্বয়কারি বিমল রায়, বারসিক কর্মকর্তা মাসুদুর রহমান, শিমুল কুমার বিশ^াস, মো. নজরুল ইসলাম কষক মো: বাবর আলীসহ প্রমুখ। স্টল পরিদর্শনে এক শিক্ষাথী বলেন, ‘স্থানীয় জাতের ধান বীজ ও ঔষুধি গাছ সম্পর্কে জানতে পারলাম।

67508542_520669038669361_3541203958640934912_n
বৃক্ষ-লতাপাতা আর সবুজ-শ্যামল ভূমিময় হচ্ছে স্বর্গ। গাছ প্রাণীকুলের বন্ধু। গাছের অস্তিত্ব মানে প্রাণের অস্তিত্ব প্রাণীর অস্তিত্ব। যে অঞ্চলে যত গাছপালা সেই অঞ্চল তত বেশি প্রাণবন্ত। গাছপালা মানব জীবনবৃত্তের কেন্দ্রবিন্দু। ভিটামিন ও খনিজ লবণের উৎকৃষ্ট উৎস ফল খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দেহের স্বাভাবিক বৃদ্ধি ও মেধার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধূ তাই নয়, ফলদবৃক্ষ, পরিবেশ রক্ষা, প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নেরও অন্যতম চাবিকাঠি। পুষ্টি ও আর্থিক নিরাপত্তা অর্জনের এই ভালো উৎসকে কাজে লাগিয়ে উন্নয়নের পথে আমরা এগিয়ে যাবো।

happy wheels 2

Comments