সাম্প্রতিক পোস্ট

রাজশাহীতে পরিবেশ প্রচারাভিযান ২০১৯

রাজশাহী থেকে রাফি আহমেদ
‘বৈচিত্র্যপুর্ণ বাংলাদেশ সমৃদ্ধির বাংলাদেশ’ শিরোনামে রাজশাহীর তরুণদের পরিবেশ সম্পর্কে সচেতন ও স্বেচ্ছাসেবী করার লক্ষ্যে ‘বরেন্দ্র শিক্ষা সংস্কৃতি বৈচিত্র রক্ষা কেন্দ্র(বিইসিডিপিসি)’ ও ‘বারসিক’ যৌথভাবে গত ১৬ই সেপ্টেম্বর ও ১৭ই সেপ্টেম্বর রাজশাহী কলেজে একযোগে পরিবেশ প্রচারাভিযান ২০১৯ পরিচালনা করে। প্রচারাভিযানে মূলত শিক্ষার্থীদেরকে পরিবেশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। যার মধ্যে প্রধান বিষয়গুলো ছিল বৃক্ষ, জীববৈচিত্র্য, প্রাণবৈচিত্র্য, জ্বালানী সুরক্ষা, তরুণদের কর্মসংস্থান প্রভৃতি। এছাড়াও তরুণদেরকে আগামীর প্রজন্মের জন্য সুন্দর ও সাবলীল সমাজ গড়ার লক্ষ্যে স্বেচ্ছাসেবী হবার জন্য উৎসাহিত করা হয়। উক্ত ক্যাম্পেইন টি কলেজের দুইটি স্থানে দুইদিনে পরিচালনা করা হয়। ১ম দিন ক্যাম্পেইনটি কলেজের দ্বিতীয় বিজ্ঞান ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ২য় দিন ক্যাম্পেইনটি কলেজের কলা ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। দুইদিনে উক্ত প্রচারাভিযানে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী পরিদর্শন করেন এবং প্রায় তিন শত ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকৃত সকল শিক্ষার্থীই পরিবেশ সুরক্ষায় কাজ করার জন্য অঙ্গীকার করেন এবং স্বেচ্ছাশ্র্রমের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নের সাথে নিজেদের উন্নয়নে অংশ নেওয়ার জন্য উদ্যমী হন। উক্ত প্রচারাভিযানটিতে সহযোগী হিসেবে সহায়তা করে ‘রাজশাহী কলেজ ইনভায়রনমেন্টাল ক্লাব’।

20190916103731_IMG_9678উক্ত কার্যক্রমটি সংগঠনের নিয়মিত কর্মসূচীর মধ্যে অন্যতম। প্রতিবছরের ন্যায় এবছরেও তারা রাজশাহী কলেজ থেকে কার্যক্রমটির সূচনা করে। এবং আগামী মাসব্যাপী রাজশাহীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে একযোগে প্রচারাভিযানসমূহ পরিচালনা করা হবে।

happy wheels 2

Comments