সবজী নিয়ে অসহায়দের পাশে কিশোরীরা

নেত্রকোনা থেকে রোখসানা রুমি
গ্রামের নাম বড়কাইলাটি। কিশোরী সংগঠনের সদস্য জেসমিন, বীথি, রুমা, মৌসুমী, সুরাইয়ারা এগিয়ে এসেছে অসহায় গ্রামের মানুষের সহায়তায়। গ্রামের কৃষি শ্রমিক, রিক্সাচালক, অটোচালক, বিধবা, প্রতিবন্ধী, অসহায় প্রবীণ যারা বাজার থেকে সবজী কিনে আনতে পারেনা। যাদের আয় নেই উপার্জন নেই। করোনার লকডাউনে সবাই অনেক কষ্টে আছে। কষ্টের মাঝে সহায়োগিতার হাত বাড়িয়ে দিয়েছে কাইলাটি গ্রামের শিকড় কিশোরী সংগঠনের সদস্যরা।

২০ জন সদস্য নিজ নিজ বাড়ী থেকে দুইজনের জন্য সবজী সংগ্রহ করেন। এভাবে ৪০ জন অসহায় প্রবীণ প্রতিবন্ধির জন্য সবজী সহযোগিতা নিয়ে যান কিশোরীরা। প্রতি সপ্তাহে তারা গ্রামের ২০ জন অসহায় মানুষের কাছে যান সবজীর সহযোগিতা নিয়ে। এভাবে গত এক মাসে ৮০ জন অসহায়কে সহযোগিতা করেছেন।

হোক তাদের সহযোগিতা অল্প; কিন্তু তা মহৎ ও দেশ প্রেমের কথা স্বরণ করিয়ে দেয়। এই কিশোরীরাইতো একটি পরিবার, সমাজ এবং দেশের দায়িত্ব নেবে। তখন তারাই দেশকে ও দেশের মানুষের জন্য কাজ করবে।

happy wheels 2

Comments