সাম্প্রতিক পোস্ট

প্রবীণ নাগরিক বোঝা নয়: সম্পদ

মানিকগঞ্জ থেকে বিমল রায়

‘বৈশ্বিক মহামারীর বার্তা প্রবীণের সেবায় নতুন মাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের বিভিন্ন স্থানে গতকাল আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। গ্রামীণ শিল্পী সংস্থা, মানিকগঞ্জ ও বেসরকারি গবেষণাধর্মী উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক’র যৌথ আয়োজনে ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের সালকাই গ্রামের আব্দুল হালিমের বাড়িতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় আলোচনা করেন গ্রামীণ শিল্পী সংস্থার আহবায়ক বাউল আক্কাস আলী, বারসিক কর্মকর্তা মাসুদুর রহমান, বিমল রায়। প্রবীণের প্রতি শ্রদ্ধা জানিয়ে গান পরিবেশন করেন বাউল আক্কাস আলী, মো. শাহিনুর রহমান।

বক্তারা বলেন, ‘করোনা মহামারীর কারণে আজ অনেক প্রবীণ নাগরিক পরিবারের অবহেলার শিকার। তাই প্রবীণ নাগরিক পরিবারের বোঝা নয়: সম্পদ এ অনুভূতিতে দ্বায়িত্ব পালন করতে ও তাদের প্রতি যত্নশীল হতে হবে। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বাড়াতে হবে এবং বয়স্কভাতার পরিমাণ ও পরিধি বাড়ানোর দাবি উত্থাপিত হয়।

happy wheels 2

Comments