সাতক্ষীরার ‘মানবতার ঝুড়ি’
সাতক্ষীরার শ্যামনগর থেকে গাজী আল ইমরান
সাতক্ষীরা সদর উপজেলায় ভবঘুরে ব্যক্তিদের ক্ষুধা নিবারণে ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে ‘মানবতার ঝুড়ি’ উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলা ব্যাপী নিবন্ধিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম এর উদ্যোগ ও বাস্তবায়নে সম্প্রতি (০৫ নভেম্বর) বেলা ২ টায় সাতক্ষীরা পৌর সভার ৯নং ওয়ার্ডের সার্কিট হাউজ মোড়ে মানবতার ঝুড়ি (ভবঘুরে দের খাবার) নামক কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
সিডিও ইয়ুথ টিমের সাতক্ষীরা জেলা সমন্বয়কারী গাজী আসাদ এর পরিচালনায় এসময় বারসিক’র কর্মসূচী কর্মকর্তা রামকৃষ্ণ জোয়ার্দার, সিডিও ইয়ুথ টিম শ্যামনগর উপজেলা ইউনিটের সভাপতি স.ম ওসমান গনী সোহাগ, সহ-সভাপতি মো. ফজলুল হক, সদর উপজেলা ইউনিটের মো. আসাউর রহমান, আবু বাক্কার সিদ্দীক (স্বাধীন), মো. সাইফুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
সিডিও ইয়ুথ টিমের সভাপতি স.ম ওসমান গনী সোহাগ বলেন, ‘সাতক্ষীরা জেলা শহরে প্রতিদিন বিভিন্ন ভবঘুরে, পাগলসহ দরিদ্র ব্যক্তিদের দেখা যায়। তাদের ক্ষুধা নিবারণে আমরা ক্ষুদ্র প্রচেষ্টা হাতে নিয়েছি।’ সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান বলেন, ‘স্বল্প সংখ্যক মানুষের জন্যে হলেও কিছুটা ক্ষুধা নিবারণ করতে পারবো।’ এসময় তিনি সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, ‘সিডিও’র এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সকল মানবিক এবং ইনোভেটিভ কাজে পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন। উদ্বোধনের প্রথমদিনেই স্থানীয় ব্যবসায়ী জিহান টেলিকম এর সত্ত্বাধিকারী অনন্ত আফরিন সঙ্গী বিভিন্ন আইটেমের খাবার ক্রয় করে উক্ত ঝুড়িতে প্রদান করেন।