মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই
রাজশাহী থেকে তহুরা খাতুন লিলি
রাজশাহীর তরুণ ও উদ্যোমী সংগঠন সেবা পরিবার, যার লক্ষ্য ও উদ্দেশ্য হলো মানুষ হয়ে মানুষের সেবা করার। রাজশাহীতে প্রচন্ড শীত পড়াতে সংগঠনটি যেন আরো উদ্যোমী হয়ে ওঠেছে। শীতের সেবা ছড়িয়ে দিতে তাই ছুটে চলছে এই সংগঠনটি।
বারসিক’র সাথে সম্পৃক্ত এই সংগঠনটি ছুটে চলছে নিজ উদ্যোগে রাজশাহীর আনাচে কানাচে অসহায় মানুষদের কাছে। তাদের সেবা পেয়ে কিছু অসহায় মানুষ পেয়েছে শীতে একটু উষ্ণতার ছোয়া, ফুটেছে মুখে হাসি।
কিছু মানুষের সহযোগিতায় সম্প্রতি রাজশাহীর এই তরুণরা বিভিন্ন জায়গায় ৭০টি শীত বস্ত্র বিতরণ করেছেন। উত্তরাঞ্চলে প্রচন্ড শীত দেখে তাদের সেবা শুধু রাজশাহী শহরে সীমাবদ্ধ নেই। তাদের সেবা চলছে রাজশাহী বিভাগেও। এর মধ্যে তারা চাঁপাই নবাবগঞ্জ, বায়া, বাগমারা, নাচোলে ১৭০টি শীতের উপহার দিয়েছে অসহায়দের।
এই প্রসঙ্গে সংগঠনের সভাপতি সুমন আজিম বলেন, ‘মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই, সেবার মধ্যেই যেন নিজেকে খুঁজে পাই, তাদের ভালোবাসা পেতে সত্যি অনেক ভালো লাগে।