সাতক্ষীরার আন্তঃনির্ভরশীলতা ও বহুত্ববাদী সমাজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শ্যামনগর সাতক্ষীরা থেকে চম্পা মল্লিক ও মনিকা পাইক
বারসিক’র উদ্যোগে সম্প্রতি শ্যামনগরে দুই দিন ব্যাপী বৈচিত্র্য, আন্তঃনির্ভরশীলতা ও বহুত্ববাদী সমাজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় উপকূলীয় এলাকার বারসিক’র সকল কর্মকর্তা, যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ও সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম (এসএসটি) এর স্বেচ্ছাসেবী যুবরা অংশগ্রহণ করে।


কর্মশালার সঞ্চালনায় ছিলেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী পার্থসারথী পাল এবং প্রশিক্ষকের ভূমিকা পালন করেন বারসিক’র এবিএম তৌহিদুল আলম।


কর্মশালার প্রথমদিনে মানব সমাজ সম্পর্কিত ধারণায়ন, মানুষ ও তার প্রতিবেশ, বৈচিত্র্য সম্পর্কিত ধারণায়ন ও বৈচিত্র্য এবং আত্মীকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্রশিক্ষক। কর্মশালার দ্বিতীয় দিনে আন্তঃনির্ভরশীলতা বিষয়ক ধারণায়ন, আন্তঃনির্ভরশীলতার তত্ব, বহুত্ববাদী সমাজ সম্পর্কিত ধারণায়ন, পারস্পরিক সম্পর্কের বিশ্লেষণ বিষয়ে বিস্তার আলোচনা করা হয়।

happy wheels 2

Comments