স্বপ্ন পূরণ হলো রোজিনা বেগমের
মানিকগঞ্জ সিংগাইর থেকে আছিয়া আক্তার
মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার পাঁছপাড়া গ্রামের বউ রোজিনা বেগম (৩৬)। স্বামী শাহজাহান আলী (৫০) ইউপি সদস্য। দুই মেয়ে আর দুই ছেলে নিয়ে তাদের সুখী পরিবার ।
রোজিনার অনেক দিনের স্বপ্ন ছিলো সেলাই কাজ শেখার । সংসারে নানা ধরনের কাজ আর বাচ্চারা ছোট থাকায় বাড়ি থেকে অন্য কোথাও গিয়ে শেখাটা সম্ভব হয়ে ওঠেনি। তাই তার এ স্বপ্নটা কোনভাবেই পূরণ হচ্ছিলো না ।
২০২১ সালে পাঁছপাড়া বকুল ফুল কিশোরী ক্লাবের উদ্যোগে বারসিক’র সহযোগিতায়, সরকারি সেবাদানকারি প্রতিষ্ঠান যুব উন্ন্য়নের মাধ্যমে ৩৫ জন সদস্য বিশিষ্ট একটি সেলাই প্রশিক্ষণের আয়োজন করা হয় । সকলের সম্মতিক্রমে প্রশিক্ষণটি তাদের ওঠানে করানোর সিদ্ধান্ত হয়। যার ফলে তিনি মনোযোগ সহকারে কাজটি শিখতে পারেন। মাত্র অল্প দিনের প্রশিক্ষণ থাকা সত্যেও তার ইচ্ছা আর প্রচেষ্টাকে কাজে লাগিয়ে কাজটিকে শেষ করেন তিনি।
তিনি বলেন, ‘একটি সুতি থ্রি পিছ বানাতে ৩০০ টাকা লাগে। আর ডিজাইন করলে তো আরও বেশি টাকা লাগে। নিজের এবং ছেলে মেয়েদের জামাকাপড় বানাতে অনেক টাকা যায়। তাই বহু দিনের ইেেচ্ছ এই কাজটা শেখার। যাতে আমি আমার পরিবারের টাকাগুলো সাশ্রয় করতে পারি।’
তিনি আরও বলেন, ‘প্রথম প্রথম যখন জামা সেলাই করতাম দর্জিদের মতো এত সুন্দর হতো না । কিন্তু এখন পুরো কাজটা ঠিকঠাক পারি। এখন ইচ্ছে মত ডিজাইন করতে পারি। আমি এবং আমার বাচ্চাদের সব জামাকাপড় এখন আমি নিজেই বানাই। এতে আমার পরিবারের অনেক টাকাই বেঁচে যায়। যুব উন্নয়ন এবং বারসিকের কারনেই এটা সম্ভব হলো।’
রোজিনা বেগম বলেন, ‘প্রত্যেক নারীরই কাজের অবসরে সময়,সুযোগ থাকলে আয়মূলক কাজে নিজেদের সম্পৃক্ত থাকা দরকার, যাতে করে পরিবারে অর্থনেতিক উন্ন্য়নে ভূমিকা রাখতে পারে। কেননা প্রতিনিয়ত যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে স্বামীর একার রোজগারে সংসার চালানো,বাচ্চাদের পড়ালেখা করানো খুবই কষ্টকর হয়ে ওঠছে। তাই যেহেতু সরকার এখন অনেক সুযোগ সুবিধা দিচ্ছে সেগুলো আমাদের গ্রহণ করা দরকার।’