সম্মিলিত উদ্যোগে আমরা সফল

সম্মিলিত উদ্যোগে আমরা সফল

সত্যরঞ্জন সাহা, হরিরামপুর, মানিকগঞ্জ
হরিরামপুরের কালই মণিঋষিদের সম্মিলিত উদ্যোগে কালই মণিঋষি শিক্ষ কেন্দ্র। স্কুলটি মন্দিরভিক্তি শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত হয় ২০১৬ সালে। ফলে স্কুল শিক্ষকের বেতন ও স্কুলে শিক্ষার্থীদের জন্য বই খাতা আসে। কালই মণিঋষি শিক্ষা কেন্দ্রের শিশু শিক্ষার্থীদের সরকারের বিনামূল্যে বই দেওয়া হয়। শিশু শিক্ষার্থগণ জীবনের প্রথম নতুন বই হাতে পেয়ে মহাআনন্দে।


এই প্রসঙ্গে কালই মনিঋষি শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি নিত্যমনি সরকার বলেন, ‘নতুন বইয়ের গন্ধ, দারুণ সুখকর। সাথে অভিভাবগণ ছেলে মেয়েদের বই পড়ার জন্য উৎসাহ ভাবতেই ভালো লাগে। ছেলে মেয়েদের বই পেয়ে লেখাপড়ার আগ্রহ বেড়ে যায়। শিক্ষার্থীগণ নিয়মিত স্কুলে আসছে, লেখাপড়া করছে। আমাদের কাছে খুবই ভালো লাগে। আমরা এগিয়ে যেতে পারছি। ভালো লাগে আমরা সম্মিলিতভাবে একটি প্রতিষ্ঠান তৈরি করতে পারায়। বারসিক আমাদের সাথে থেকে উৎসাহ দিয়ে সহযোগিতা করায়।’

তিনি আরও বলেন, ‘সমাজ উন্নয়নে কোন এক যুবকে শক্তভাবে হাল ধরতে হবে। চিন্তা করতে হবে সমাজে সাম্যকে প্রতিষ্ঠিত করার। এগিয়ে যেতে হবে সম্মিলিতভাবে যুবকদের সাথে নিয়ে। দলিত পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীকে এগিয়ে নিতে প্রয়োজন শিক্ষা আন্দোলন। সম্মিলিতভাবে উদ্যোগ নিয়ে মণিঋষি ছেলেমেয়েদের লেখাপড়া করতে পেরেছে। প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে শিক্ষা সচেতনতা সৃষ্টি করতে পেরেছে।’

কালই মনিঋষি শিক্ষা কেন্দ্রের শিক্ষক এসোনা মনিদাস, প্রোগ্রাম অফিসার সত্যরঞ্জন সাহা, মুকতার হোসেন আলোচনায় বলেন, ‘কালই মণিঋষি শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের নিকট সরকারের বিনামূল্যে বই বিতরণ করা হয়। অভিভাবকদের সাথে শিক্ষা উদ্যোগ ও করণীয় তথ্য আদান প্রদান করা হয়। শিক্ষার্থীগণ নিয়মিত স্কুলে আসার ক্ষেত্রে অভিভাবকগণ সক্রিয় থাকার সিদ্ধান্ত হয়। শিক্ষার্থীদের ছবি আকা, কবিতা আবৃত্তি, লেখার মাধ্যমে শিক্ষার গুরুত্ব দেওয়া হয়। মণিঋষিদের সকল শিশু শিক্ষার্থী ভর্তি করার উদ্যোগ গ্রহণ করা হয়।’

কালই মণিঋষি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে প্রান্তিক মণিঋষি শিশু শিক্ষার্থীদের লেখা পড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। শিক্ষা কেন্দ্রের কার্যকরি কমিটির সমন্বিত উদ্যোগের মাধ্যমে স্কুলের শিক্ষা উন্নয়ন ও উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। উক্ত শিক্ষা কেন্দ্র শিক্ষার্থীদের ভালো লেখাপড়া করানোর সুনাম রয়েছে। স্কুলটি সমাজ সেবক, শিক্ষানুরাগী ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা রয়েছে।

happy wheels 2

Comments